।। প্রথম কলকাতা ।।
India-Bangladesh: ভারতের এমন একটি জায়গা রয়েছে যেখানের ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষ বাংলাদেশী। জানেন জায়গাটি কোথায় ? জায়গাটির নামই বা কি ? জায়গাটির নাম শুনলে অবাক হবেন। জায়গাটির নাম ঢাকাপাড়া। নাম শুনে হয়তো অনেকেই ভাববেন জায়গাটি হয়তো বাংলাদেশের ঢাকার কোন জায়গা। আদতে তা কিন্তু নয়। জায়গাটি রয়েছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের শান্তিপুরের একটি এলাকা। সেখানকার বেশিরভাগ মানুষ ও তাদের পূর্বপুরুষরা এসেছেন বাংলাদেশের ঢাকা কিংবা বৃহত্তর ঢাকা এলাকায়। আর সেই কারণেই জায়গাটির নাম ঢাকাপাড়া।
এখানে প্রায় ২ থেকে আড়াই লক্ষ মানুষ বসবাস করেন। এবং তাদের প্রত্যেকেরই শিকড় ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে। শান্তিপুর নদীয়া জেলার একটি গুরুত্বপূর্ণ জায়গার নাম। জানা গেছে, বাংলাদেশের সীমান্তবর্তী এই জেলার অধিকাংশ মানুষই ১৯৭১ সালের আগে কিংবা তার কিছু পরে বা দেশভাগের সময় বিভিন্ন বাস্তবতার স্বীকার হয়ে তারা ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলেন। এবং তারপর থেকেই তারা ভারতের নাগরিকত্ত্ব নিয়ে সরাসরি গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবে সরাসরি সামিল হয়েছেন। সেই চিত্রই দেখা গেলো চলতি লোকসভা ভোটের চতুর্থ দফায়।
রানাঘাটের পাশাপাশি এদিন ভোট হয়েছে নদীয়া জেলার আর একটি অন্যতম জায়গা কৃষ্ণনগড়েও। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই দুই সংসদীয় আসনে সরাসরি ভোট নির্ধারণ করেন ওপার বাংলা থেকে আসা নাগরিকরা। এখানকার ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্ণয়ে নিয়ন্ত্রক ভূমিকা পালন করেন। সেখানকার মানুষজনদের সঙ্গে কথা বলে জানা যায় ভারতে থাকলেও জন্মস্থানের টানকে তারা ভুলতে পারেননি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম