।। প্রথম কলকাতা ।।
Dengue Death: শিশু থেকে শুরু করে মধ্যবয়স্ক সকলেই একের পর এক বলি হচ্ছেন ডেঙ্গিতে। আক্রান্তের সংখ্যা এক দিকে লাফিয়ে বাড়ছে , অন্যদিকে বেড়ে চলেছে মৃত্যুহার। এই মৃত্যু মিছিল যেন কিছুতেই থামছে না। আর সেই তালিকায় এবার জুড়ল ১৩ বছর বয়সী আরও এক কিশোরের নাম। মৃত্যু প্রাণ কাড়ল তাঁরও। মালদা মেডিক্যাল কলেজে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার পর মৃত্যু হয়েছে ওই কিশোরের। এক্ষেত্রে পরিবারের তরফ থেকে চিকিৎসার গাফিলতির অভিযোগে উঠে এসেছে।
সূত্রের খবর অনুযায়ী, নিহত ওই কিশোর সুজাপুরের বাসিন্দা। বিগত কয়েকদিন জ্বরে ভোগার জন্য মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয় তাকে। টেস্ট করার পর জানা যায় সে ডেঙ্গি পজেটিভ। কিন্তু চিকিৎসা শুরু হতেই সেই ছেলেটির মৃত্যু হয়। পরিবারের দাবি, ডেঙ্গি আক্রান্ত ওই কিশোর সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পায়নি। যার কারণে মৃত্যুর কোলে ঢেলে পড়েছে সে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভর্তি হওয়ার আগেই ডেঙ্গি তাঁর শারীরিক অবস্থাকে আরও শোচনীয় করে তুলেছিল । চিকিৎসা করার সঠিক সময়ই পাওয়া যায়নি।
নিহত ওই কিশোরের ডেঙ্গি শক সিন্ড্রোম ধরা পড়ে। (ডেঙ্গি শক সিন্ড্রোমের উপসর্গ হল শ্বাস-প্রশ্বাসের গতি অত্যন্ত বেড়ে যাওয়া। একইসঙ্গে ত্বক শীতল হয়ে যাওয়া এবং ত্বকের ভেতরের অংশে রক্তক্ষরণ। যার কারনে ত্বকের ওপরে অনেক সময় লাল ছোপ সৃষ্টি হয় ডেঙ্গি আক্রান্তের)। একইসঙ্গে সংক্রমণ অত্যন্ত ছড়িয়ে পড়ার ফলে মৃত্যু হয় তাঁর।
উল্লেখ্য, মঙ্গলবারই বেলেঘাটা আইডিতে আরও এক যুবকের মৃত্যু হয় এই ডেঙ্গির কারণে। এর আগেও ডেঙ্গি আক্রান্ত হয়ে শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু জনের মৃত্যু হয়েছে। রাজ্যস্বাস্থ্য দফতরের তরফ থেকে জেলায় জেলায় বিশেষজ্ঞ দল পাঠানোর কথা ঘোষণা করা হয়েছিল । এই দল মূলত খতিয়ে দেখবে যে কোন এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। সেখানে ঠিকমতো সমস্ত টেস্ট করানো হচ্ছে কিনা । চিকিৎসা পাচ্ছেন কিনা রোগীরা। তাঁর ভিত্তিতেই তৈরি করা হবে রিপোর্ট।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম