।। প্রথম কলকাতা ।।
KNU: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে কর্মী নিয়োগ করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে। কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি পদে শিক্ষক নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের জন্য শিক্ষকদের যোগ্যতা কী থাকা প্রয়োজন, তাদের মাসিক বেতন কত দেওয়া হবে, কীভাবে তাঁরা আবেদন করতে পারবেন, শূন্য পদ কতগুলি রয়েছে, শেষ আবেদনের তারিখ কী সমস্ত তথ্য দেওয়া হয়েছে আজকের প্রতিবেদনে।
পদ: কম্পিউটার সায়েন্সে গেস্ট ফ্যাকাল্টি
স্থান: কাজী নজরুল ইউনিভার্সিটি
যোগ্যতা: আবেদনকারীকে স্বীকৃতিপ্রাপ্ত যে কোন প্রতিষ্ঠান থেকে মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স বা গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এ বিষয়গুলিতে পিএইচডি থাকলেও চলবে। এছাড়াও যে সকল আবেদনকারীর ডেটা সাইন্স বিষয়ে জ্ঞান থাকবে ও এই বিভাগে কাজ করার ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: প্রতি ঘন্টার হিসাবে এক হাজার টাকা করে বেতন দেওয়া হবে। অর্থাৎ এক ঘন্টার লেকচারে এক হাজার টাকা। দিনে সর্বোচ্চ চার ঘণ্টার লেকচার অর্থাৎ চার হাজার টাকা উপার্জন করতে পারবেন ওই গেস্ট ফ্যাকাল্টি।
আবেদন পদ্ধতি: আগ্রহী আবেদনকারীকে নির্দিষ্ট শূন্য পদে নিয়োগের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। তারপর সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করার পর তার সঙ্গে প্রয়োজনীয় নথি জুড়ে দিয়ে মেল করে দিতে হবে নির্দিষ্ট মেল আইডিতে। অফিসিয়াল ওয়েবসাইট হল www.knu.ac.in
আবেদনের শেষ তারিখ: ০৮/০২/২০২৩
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম