।। প্রথম কলকাতা ।।
আমরা সকলেই জানি বিশ্বকাপ আয়োজিত হয় চার বছর অন্তর, সে ক্রিকেট হোক বা ফুটবল। ক্রিকেটের তুলনায় ফুটবলের উন্মাদনা বেশি থাকলেও আমাদের দেশে ক্রিকেট বিশ্বকাপকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। ক্রিকেট বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ভারতের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু আপনারা জানেন কী, প্রতি চারবছর অন্তর বিশ্বকাপ আয়োজিত হলেও ১৯৯৯ সালের বিশ্বকাপে কিন্তু তা হয়নি। ১৯৯৬ সালের পর ১৯৯৯ সালে বসেছিল বিশ্বকাপের আসর। তবে কোন কারণে ঠিক তিন বছর পর বিশ্বকাপের আসর বসেছিল জানেন?
সেইসময় দীর্ঘ ১৬ বছর পর ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের আয়োজন করা হচ্ছিল। যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু বাদ সাধে ২০০০ সালের সিডনি অলিম্পিক। অলিম্পিক টুর্নামেন্টকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। আর তাই সেই সময় আইসিসি ভাবে যদি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হয়, তাহলে দর্শক সংখ্যায় ভাঁটা পড়তে পারে। পাশাপাশি আইসিসি এটাও ভাবে যে এর ফলে আইসিসির ভাঁড়ারে টান পড়তে পারে। আর সেকারণেই অলিম্পিকের সঙ্গে সংঘর্ষে না গিয়ে ক্রিকেট বিশ্বকাপ এক বছর আগে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও একটি কারণ হিসেবে জানা যায় নিয়মানুযায়ী ১৯৮৭ সালের পর ১৯৯১ সালে বিশ্বকাপের আয়োজন করার কথা ছিল। কিন্তু, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের গাফিলতির কারণে সেটা এক বছর পিছিয়ে যায়। যার ফলে পাঁচ বছর পর ১৯৯২ সালে বিশ্বকাপের আয়োজন করা হয়। এই একটা বছর বাড়তি সময়ের জন্য ২০০০ সালের পরিবর্তে ১৯৯৯ সালে বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
১৯৯৯ সালের বিশ্বকাপ জিতেছিল স্টিভ ওয়ার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩৮.৬ ওভারেই ১৩২ রানে অলআউট হয়ে যায়। চার উইকেট দখল করেন শেন ওয়ার্ন। এরপর অস্ট্রেলিয়া ২০.১ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অস্ট্রেলিয়ার হয়ে হাফসেঞ্চুরি করেন অ্যাডাম গিলক্রিস্ট। মার্ক ওয়া করেন ৩৭ রান। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন শেন ওয়ার্ন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম