Prothom Kolkata

Popular Bangla News Website

ক্ষিরাই না! এ ফুলের আরেক নৈসর্গ জানলে আটকাতে পারবেন না নিজেকে

।। প্রথম কলকাতা ।।

মাইলের পর মাইল খেত, আর সেই খেতে মেলে রয়েছে নানা বর্ণের সুগন্ধি সব ফুল। রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা,মোরগঝুটি,গাঁদা, গোলাপ আর কতো রকম। যেন মাধুর্যের সমাহার। জায়গার নাম চাপড়া, রানাঘাটের অদূরে অবস্থিত এই গ্রাম। মূলত বিভিন্ন জাতের ফুলের চাষ হয় এই গ্রামে যা পৌঁছে যায় নগরের কোনো বিলাসবহুল অট্টালিকায়। এই নৈসর্গের স্বাদ চেটেপুটে নিতে হলে আপনাকে চলে আসতে হবে ফুলনগরীর এই অনামিকেল্লায়।

বিকেলের সদ্য প্রস্ফুটিত ফুলে সূর্যের রক্তিম আলো যেন বিকশিত করে রেখেছে খেতের চারপাশ। এই গ্রামে এলে আপনার নজর পড়বে সেই পরিশ্রমী চাষীর ওপর। যার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে বিশ্বের কিছু অনন্ত সৌন্দর্য। এই গ্রামে এলে শুধুই ফুলের আভাস নয় পাবেন বুকভরা বিশুদ্ধ বাতাস। রঙে রঙে মেতে রয়েছে রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা যেন এঁকে দেবে আপনার কল্পনার ক্যানভাস। এই গ্রামের কিছুদূরে রয়েছে আরেক সুন্দর ফরেস্ট, নাম শঙ্করপুর ফরেস্ট। গাছগাছালিতে ভরা এক সুন্দর পরিবেশ।

তো কিভাবে পৌঁছবেন চাপড়া গ্রামে?

শিয়ালদহ থেকে ট্রেনে করে রানাঘাট স্টেশন। তারপর টোটো ধরে চাপড়া। আপনি টোটো রিসার্ভ করেও যেতে পারবেন।

সতর্কতা: শোনা যায় জঙ্গলে সাপের উপদ্রব খুব বেশি তাই সাবধানতাই শ্রেয়। আর চেষ্টা করবেন সূর্যাস্তের আগে ফিরে আসার।

সবশেষে বিশেষ অনুরোধ: ফুল গাছে হাত দেবেন না, ফুল ছিড়বেন না। চাষীর রক্তজল করা পরিশ্রমকে কোনোরকম ছোটো করবেন না। আর পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখবেন।