হইচই পর্দায়! ‘মগ্ন মৈনাক’ গল্প নিয়ে ফের সত্যান্বেষনে আসছেন ব্যোমকেশ

।। প্রথম কলকাতা ।।
নতুন বছরে নতুন সত্যান্বেষণে ফিরতে চলেছেন হইচই এর ব্যোমকেশ বক্সী। রবিবার মুক্তি পেলো ব্যোমকেশ সিরিজের ষষ্ঠ পার্টের ট্রেলার। ২০১৭ সালে ওটিটি প্লাটফর্ম হইচই তে মুক্তি পায় ব্যোমকেশ বক্সীর প্রথম পার্ট। ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেন অনির্বান ভট্টাচাৰ্য। পথের কাঁটা, মাকড়শার রস, অর্থ অনর্থম এর পর এবার মগ্ন মৈনাকের রহস্য সন্ধানে নেমে পড়লেন অনির্বান ওরফে সত্যান্বেষী ব্যোমকেশ।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘মগ্ন মৈনাক’ গল্প অবলম্বনে এই সিজন পরিচালনা করছেন সৌমিক হালদার। চিত্রনাট্যের ভূমিকায় সৌগত বসু। ব্যোমকেশের ভূমিকায় যথারীতি অভিনয় করছেন অনির্বান ভট্টাচাৰ্য। সত্যবতীর ভূমিকায় রয়েছেন ঋদ্ধিমা ঘোষ। এছাড়া নজরকাড়া এক ভূমিকায় দেখা যাবে হেনা মল্লিক ওরফে দর্শনা বানিককে। যাকে নিয়ে এই রহস্যের প্লট। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার, সুপ্রভাত দাস, কৃষ্ণেন্দু দেওয়ানজী, সৌমেন্দ্র ভট্টাচার্য, উজান চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা।
এর আগে ব্যোমকেশের সিরিজের পাঁচটি সিজনই যথেষ্ট সাফল্য পেয়েছে। ওটিটিতে ফেলুদার আগমনের পর এবার ব্যোমকেশের অপেক্ষাতেই দিন গুনছিল দর্শকেরা। রবিবার মগ্ন মৈনাকের ট্রেলার রিলিজের পর সেই বাঁধ ভাঙলো বাঙালির নষ্টালজিয়ানায়।
আগামী ৮ তারিখ থেকে ওয়েব প্লাটফর্ম হইচই তে শুরু হচ্ছে ব্যোমকেশ সিজন ৬ এর স্ট্রিমিং।