Prothom Kolkata

Popular Bangla News Website

রহস্যের নতুন অ্যাডভেঞ্চার, এবার থ্রিলার প্যাক মুভিতে জুটি বাঁধছেন জয় সায়নী

।। প্রথম কলকাতা ।।

নতুন ছবি ‘সিটি অফ জ্যাকলস’ এ জুটি বাধঁতে চলেছেন জয় সেনগুপ্ত এবং সায়নী ঘোষ। পরিচালক রিনো দত্তের নির্দেশনায় তৈরি হবে এই থ্রিলার প্যাক ছবি। ক্রাইম ড্রামা মিশ্রিত এই ছবির শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ছবির শুটিং চলছে কলকাতা শহরেই। তবে মুভিতে এক ভিন্ন কলকাতার প্রতিচ্ছবি ফুটে উঠবে দর্শক দের সামনে।

ছবির গল্প বলছে, একজন সাধারণ মানুষ হঠাৎ টাকা ভর্তি ব্যাগ এর সন্ধান পায়। তারপর বদলে যায় তার জীবনগড়ার স্বপ্ন। কিন্তু পরোক্ষণেই বদলে যায় তার তার জীবনের গতিপথ। আর সেই নিয়েই এগিয়ে চলে ছবির বাকি গল্প। ছবির মুখ্য চরিত্রে রয়েছে জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ,শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় এবং দেবপ্রসাদ হালদার। রহস্য রোমাঞ্চে সাজানো এই ছবি নিয়ে বেশ আশাবাদী পরিচালক রিনো দত্ত। মার্চ মাসের দিকে মুক্তি পেতে পারে এই থ্রিলার ছবি ‘সিটি অফ জ্যাকলস’।