Weather update: দক্ষিণের দরজায় কড়া নাড়ছে বর্ষা! শুরু প্রাক বর্ষার বৃষ্টিপাত

।। প্রথম কলকাতা ।।

 

Weather update: শনিবারের মধ্যে দক্ষিণ বঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। আগামী দু-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে পৌঁছবে বর্ষা। তবে এখনই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হতে চলেছে। আগামী ২৩ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। আজ কলকাতায় রোদের দেখা পাওয়ার সম্ভাবনা কম। আকাশ থাকবে মেঘলা। কমেছে গত ২৪ ঘন্টায় কমেছে দিন ও রাতের তাপমাত্রা। এদিনও দিন ও রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

 

অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তিনটি জেলায়। উত্তরবঙ্গে তিনটি জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

গত পাঁচ বছরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এতদিন সময় লাগেনি ৷ ৩১ মে নির্ধারিত সময়ের আট দিন আগেই বর্ষা প্রবেশ করেছিল উত্তরবঙ্গে। ২০ জুনের পর অবশেষে কিছুটা এগিয়েছে বর্ষা। তাও দক্ষিণবঙ্গ নয়, ইসলামপুর থেকে মালদহ পর্যন্ত ধীর গতিতে এগিয়েছে মৌসুমী বায়ু। এর আগে ১৫ দিনের রেকর্ড ছিল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার। চলতি বছর ২০ দিন পার হয়ে গেলেও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পৌঁছালো না মৌসুমী বায়ু।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version