।। প্রথম কলকাতা ।।
Cyclone Mocha: ১৮০ কিমি বেগে বাংলাদেশে তাণ্ডব চালাবে মোকা। আবহবিদ মোস্তাফা পলাশের নয়া দাবি ঘিরে শোরগোল। বাংলাদেশের এ মূহুর্তের আবহাওয়ার অবস্থা কী? বাংলায় মোকার উল্টো প্রভাব পড়ে গেল। মারাত্মক তাপপ্রবাহ। কবে বাংলায় বৃষ্টি হবে কী বলছে হাওয়া অফিস? ঘূর্ণিঝড় মোকা নিয়ে সবথেকে প্রথম আবহবিদ মোস্তাফা পলাশের মন্তব্য নিয়ে হইচই হয়েছিল। তিনি আবারও তাণ্ডবের আশঙ্কা করেছেন মোকা নিয়ে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশের তার ফেসবুক পোস্টে দাবি করছেন বাংলাদেশে ঘূর্ণিঝড় হিসেবে ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে মোকা।
কিন্তু সত্যিই কি বাংলাদেশের আবহাওয়া সেই কথা বলছে? মোস্তাফা পলাশের আশঙ্কা অনুযায়ী ১৪ মে সকাল ৬ থেকে ১৫ মে সকাল ৬টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার মায়ানমারের রাখাই রাজ্যের মং-ডু জেলার ওপর দিয়ে স্থলভাগে আঘাত করবে মোকা। এদিক বাংলাদেশের আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন ১২ অথবা ১৩ তারিখে বঙ্গোপসাগরের লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে। এদিকে বাংলার অবস্থাও কিন্তু অনেকটা একই৷ ঘূর্ণিঝড় মোকা নিয়ে দুর্যোগের আশঙ্কার মাঝেই রাজ্যে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসুম ভবন। মঙ্গলবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা আবার ছাপিয়ে যেতে পারে ৪০ ডিগ্রির গণ্ডি।
মৌসম ভবনের এক শীর্ষস্থানীয় আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় সোমবার জানান, মোকার পরোক্ষ প্রভাবেই তাপমাত্রা এভাবে বাড়ছে এবং পশ্চিমের জেলাগুলিতে পারদ উঠবে ৪২-৪৩ ডিগ্রিতে। আসন্ন মোকার পরোক্ষ প্রভাবে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সেই দিকে ছুটছে। বাংলায় সেই শূন্যস্থান পূরণ করছে, উত্তর পশ্চিমের গরম হাওয়া। কবে বৃষ্টি হবে তার কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। বৃহস্পতিবার পর্যন্ত যে কোনও সম্ভাবনা নেই তা একপ্রকার স্পষ্ট৷ এদিকে বিশেষজ্ঞরা বলছেন, যদি ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানে সেক্ষেত্রে তা উপকূলের জেলাগুলিতে রীতিমতো তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই মোকা থেকে বাঁচার আগে বাংলার মানুষ তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য প্রিকশন নিন৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম