Odisha Health Minister Shot: প্রকাশ্য কর্মসূচিতে গুলিবিদ্ধ ওড়িশার মন্ত্রী! আহত নবকিশোর দাস

।। প্রথম কলকাতা ।।

Odisha Health Minister Shot: এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল ওড়িশায়। রবিবার সকালে ছুটির দিনে পূর্বনির্ধারিত একটি কর্মসূচিতে যোগ দেওয়ার সময় গুলিবিদ্ধ হন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী (Odisha Health Minister) নবকিশোর দাস। তাঁর বুকে এসে লাগে গুলি। জানা গিয়েছে তাকে লক্ষ্য করে প্রায় চার থেকে পাঁচটি গুলি চালানো হয়। ঘটনাটি ঘটে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার বজ্ররাজনগর গান্ধীচকের কাছে। তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখান থেকে তাকে ভুবনেশ্বরের এক হাসপাতালে স্থানান্তরিত করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে পাওয়া খবর অনুযায়ী, বজ্ররাজনগর সাবডিভিশনাল পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই জানান, এই গুলি কাণ্ডের নেপথ্যে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গোপাল দাস। তিনি মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে পাওয়া খবর অনুসারে, গাড়ি থেকে নামার সময় তাকে লক্ষ্য করে গুলি (Shootout) চালান ওই পুলিশকর্মী। তিনি সেই সময় ডিউটিতেই ছিলেন। আরও আশ্চর্যজনক ঘটনা হল, রবিবারের ওই কর্মসূচিতে মন্ত্রীর কড়া নিরাপত্তার জন্যই মোতায়েন করা হয়েছিল পুলিশ কর্মী। তাদের মধ্যে থেকে একজন ছিলেন গোপাল দাস।

কেন এই ঘটনা ঘটানো হল সেই সম্পর্কে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এই সম্পূর্ণ ঘটনা স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোরকে নিয়ে আসা হয় ঝড়সুগুড়া বিমানবন্দরে। সেখান থেকেই তাকে বিশেষ বিমানে করে ভুবনেশ্বরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। মন্ত্রীকে লক্ষ্য করে গুলিবাজির ঘটনা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত, এমনটাই অভিযোগ উঠে এসেছে বিজেডি নেতাকর্মীদের তরফ থেকে। তাঁরা গান্ধীচকে এর প্রতিবাদে ধর্নায় বসেছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version