।। প্রথম কলকাতা ।।
Microsoft Layoff: একদিনে ১১ হাজার জনকে ছাঁটাই করতে চলেছে মাইক্রোসফট। যুক্তরাজ্যের সম্প্রচারকারী Sky News সূত্রে জানা যাচ্ছে এমনটাই। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, কোম্পানি নতুন দফা ছাঁটাইয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং বিভাগের সংখ্যা কমানোর কথা ভাবছে। গত বছরও বহু কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। এবার বছরে শুরুতেই ছাঁটাই শুরু করতে চলেছে মাইক্রোসফট।
এর আগে মাইক্রোসফটের চিফ পিপল অফিসার ক্যাথলিন হোগান একটি ইমেলের দরুন মার্কিন মুলুকের কর্মীদের জানিয়েছিলেন, তাঁরা যতদিন ইচ্ছে ছুটি নিতে পারেন। ‘ডিসক্রিশনারি টাইম অফ’-এর অধীনে এই ঘোষণা করা হয়েছিল। অফিস মেমোরেন্ডামে বলা হয়েছে, আমাদের কাজের পদ্ধতি অনেকটাই বদলে গিয়েছে। তাই তার সঙ্গে তাল মিলিয়ে ছুটির নিয়মকেও আধুনিক করে তোলা হয়েছে। অক্টোবরের শুরুতে মাইক্রোসফট বিভিন্ন বিভাগ থেকে প্রায় এক হাজার কর্মীকে ছাঁটাই করেছে বলে, জানা গিয়েছে।
আমেরিকার ওয়াশিংটন প্রদেশে সিয়াটেলের বেলভিউতে নিজেদের অফিস ফাঁকা করার কথা আগে জানিয়েছিল Microsoft। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-এর জুন মাসে বেলভিউয়ের ২৬ তলা সিটি সেন্টার প্লাজাতে লিজের মেয়াদ শেষ হয়ে গেলে, নতুন করে লিজ নেওয়া হবে না। বিশ্বের অন্যতম বড় সংস্থা মাইক্রোসফট। বিশ্বজুড়ে মাইক্রোসফটের মোট কর্মীর সংখ্যা প্রায় এক লাখের বেশি। আর সেখানে তাঁদের মধ্যে গত বছর ১ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছে সংস্থা। মন্দার আশঙ্কার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছিল মাইক্রোসফট। এবার নতুন বছরে একই পথে পা বাড়িয়েছে এই মার্কিন সংস্থা। জানা গিয়েছে, বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ার কারণে কর্মীদের ওপর কোপ বসেছে।
দেখতে গেলে, Tech Workers-দের জন্য নতুন বছরের শুরুটা খুব একটা ভালো হয় নি। ২০২৩-এর এক সপ্তাহেরও কম সময়ে বিশ্বব্যাপী ৩০ হাজারেরও বেশি কর্মী তাঁদের চাকরি হারিয়েছে। ঘটনাচক্রে এটি ২০২২-এর ডিসেম্বরে লোক নিয়োগের সংখ্যার প্রায় দ্বিগুণ। Layoffs Tracker-এর ডেটা অনুযায়ী, জানুয়ারির প্রথম ছয় দিনে ৩০ টি কোম্পানির ৩০,৬১১ জনকে বরখাস্ত করা হয়েছে। অ্যামাজন ছাড়া ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম Vimeo, টেক জায়ান্ট Salesforce, ক্রিপ্টো এক্সচেঞ্জ Huobi ও আরও বেশকিছু কোম্পানি তালিকায় রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম