।। প্রথম কলকাতা ।।
ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। জস বাটলারের ইংল্যান্ড বাংলাদেশের বিপক্ষে তাদের টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্পষ্ট ফেভারিট ছিল। জুলাই থেকে সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ব্যাক-টু-ব্যাক সিরিজ জয়ের পর, বাংলাদেশ তাদের পরবর্তী ছয়টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি, যার মধ্যে পাঁচটিতে হেরেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ছয় উইকেটে জয়ের পর ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার দ্বিতীয় ম্যাচে চার উইকেটে জয় পেয়েছে টাইগাররা। টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করতে নেমে ফিল সল্ট তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৫ রান দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড।
এরপরই ঘটে ছন্দপতন। বাংলাদেশের দুই স্পিন জুটি মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান ইংল্যান্ড ব্যাটিংয়ের মাজা ভেঙে দেন। ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন মেহেদী হাসান। অন্যদিকে ৩ ওভারে ১৩ রানে ১ উইকেট নেন সাকিব আল হাসান। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট দখল করেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন বেন ডাকেট (২৮)। বাংলাদেশ শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ১১৭ রানে অল আউট করে দেয়।
লিটন দাস এবং রনি তালুকদারের উইকেট হারিয়ে শুরুটা খারাপ করে বাংলাদেশ। জোর্ফা আর্চারের দাপটে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার। চট্টগ্রামে প্লেয়ার অফ দ্য ম্যাচ জেতা নাজমুল হোসেন শান্তর এদিনও বাংলাদেশের জয়ে বড় ভূমিকা নেন। ৪৭ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন। এছাড়াও মেহেদী হাসান (২০) ও তৌহিদ হৃদয় (১৭) বাংলাদেশের ইনিংসে অবদান রাখেন। তার ব্যাটিংয়ের উপর ভর করেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে টাইগাররা।