।। প্রথম কলকাতা ।।
আগামী কাল মকর সংক্রান্তি। রাত পোহালেই পুরুলিয়ার সব চেয়ে বড় পরব টুসু। টুসু পরবের অন্যতম প্রধান উপকরণ চৌডল। এই চৌডলে(রঙ বেরঙ্গের কাগজ বাঁশকাঠি দিয়ে বানানো সুদৃশ মন্দিরের আকারের ঘর) করেই সাজিয়ে টুসু দেবীকে বিসর্জন দেওয়া হয়।
জেলার প্রতিটি প্রান্তে ছোট-বড় সব হাটে চলছে সুদৃশ্য চৌডল বিক্রি।দাম একশো থেকে এক হাজার তবে বাজার এবার মন্দা।পুরুলিয়া শহরের বড় হাটে সকাল থেকেই চৌডল সাজিয়ে বসেছেন চৌডল শিল্পীরা।
জেলার অন্যপ্রান্ত ঝালদা শহরেও এবার সেরকম টুসুর চৌডলের বিক্রি নেই।সব মিলিয়ে রাঙামাটি পুরুলিয়ার অন্যতম বড় পরব টুসুতেও বাদ সাজল করোনা আবহ।13 / 1 / 2021
আরও ছবি দেখতে ক্লিক করুন “ছবির কথা “