।। প্রথম কলকাতা ।।
Magh Mela 2023 : প্রতিবছর পৌষ পূর্ণিমার দিনে প্রয়াগরাজে একটি মেলার আয়োজন করা হয়। এই মেলাটি পৌষ পূর্ণিমায় শুরু হয় এবং শেষ হয় মহা শিবরাত্রির দিনে। মাঝে এই সময়কালে চলে পুণ্য স্নান। গঙ্গা যমুনা-সরস্বতীর সঙ্গমস্থলে প্রত্যেক বছর এই এক মাস কল্পবাস করেন বহু ভক্ত। বিশ্বাস করা হয়, মাঘ মেলায় (Magh Mela) যারা কল্পবাস করেন তাঁরা পরমপ্রাপ্তি লাভ করেন। এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে মাঘ মেলা তীর্থ, দান এবং ঈশ্বর আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা।
হিন্দু পুরাণ বলছে, মাঘ মাসের সঙ্গে জড়িত রয়েছে কৃষ্ণের মাধব স্বরূপ। তাই এই মাসে কৃষ্ণ আরাধনারও বিশেষ মাহাত্ম্য রয়েছে। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি (Maha Shiv Ratri)। আজ থেকে যে মাঘ মেলার সূচনা হল সেটি আগামী মাসের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর এই প্রায় এক মাসে একাধিক মহাস্নানের তিথি রয়েছে। যেমন আজ পৌষ পূর্ণিমা (Poush Purnima)। এছাড়াও সামনেই আসছে মকর সংক্রান্তি। ১৪ বা ১৫ জানুয়ারি মহাস্নান সারতে পারেন অনেকেই। এরপর ২১ জানুয়ারি মৌনী আমাবস্যা। তারপরে ৫ ফেব্রুয়ারি রয়েছে মাঘী পূর্ণিমা এবং সবশেষে ১৮ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি।
কল্পবাস কী এবং এর মাহাত্ম্য :
প্রত্যেক বছর প্রয়াগরাজে (Prayagraj) গঙ্গা-যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে মাঘ স্নানের আয়োজন করা হয়। হিন্দু পুরাণে এই স্নানের কথা বর্ণিত রয়েছে বলেও জানা যায়। এখানে স্নান করলে নাকি শুভ ফল লাভ করেন ভক্তরা। এছাড়াও তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে মুছে যায় গঙ্গা যমুনা সরস্বতীর জলে। তাই বছরের প্রথম পূর্ণিমায় প্রয়াগ রাজে মহা স্নান সারতে ভিড় জমান বহু ভক্তরা। এক মাস সঙ্গম তীরে বসবাস করেন বহু ভক্ত। সেই সময়কালে তাঁরা কেবলমাত্র সৎসঙ্গ, নদীতে স্নান এবং স্বাধ্যায় করে থাকেন। বহু প্রাচীন যুগ থেকে সাধু এবং গৃহস্থরা মাঘ মাসে সঙ্গম তীরে এই কল্পবাস করতেন। সেই নিয়ম এখনও পর্যন্ত প্রচলিত। বিশ্বাস করা হয় যারা এই মাঘমেলায় কল্পবাস করেন তাদের জীবনে দুঃখ কষ্টের কালো ছায়া ধীরে ধীরে কাটতে থাকে। তাঁরা নিজেদের ইন্দ্রিয় এবং মনের উপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করেন। এছাড়াও ভগবান ব্রহ্মার একদিনের পুণ্য লাভ করার সুযোগ পান তাঁরা এক মাসে।
এছাড়াও শোনা যায় যারা জীবনে কোন ভুল করেছেন এবং সেই ভুল অনুভব করতে পেরেছেন, তাঁরা নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য এই মাঘ মেলায় এসে কল্পবাস করেন এবং মহাস্নান সারেন। এর মাধ্যমে পাপ থেকে মুক্তি মেলে এবং পুনর্জন্ম চক্র থেকেও মুক্তি পাওয়া যায় এই উপায়ে। মহাভারত এবং অন্যান্য হিন্দু পুরাণেও এই মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম