Prothom Kolkata

Popular Bangla News Website

সিরিজ শেষ লোকেশ রাহুলের!

।। প্রতীক রায়।।

অনুশীলনের সময় কবজিতে চোট পেয়ে অস্ট্রেলিয়া সফরে ভারতের পরের দুই টেস্ট থেকে ছিটকে গেলেন লোকেশ রাহুল।

এ ব্যাপারে বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়, নেটে ব্যাট করার সময় বাঁহাতের কবজিতে চোট পায় রাহুল।

মাঠে ফিরতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।

অস্ট্রেলিয়ার এই সফরে এর আগে দুই পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদবও ইনজুরির কারণে ছিটকে যান। এখন পুনর্বাসন প্রক্রিয়ার জন্য তাদের সঙ্গে রাহুল ব্যাঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেবেন।

বোলাররা চোটে পড়লেও এই সফরে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছিটকে গেলেন ওপেনার রাহুল। অবশ্য সিরিজের তৃতীয় টেস্টে রোহিত শর্মার ফেরার খবরে রাহুলের জায়গায় তাকেই চিন্তা করা হচ্ছে। যদিও ব্যাসম্যানদের মধ্যে পৃথ্থি শ, মায়াঙ্ক আগারওয়াল ও হনুমা বিহারি স্কোয়াডে আছেন।

আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে।

পিসি/