।। প্রথম কলকাতা ।।
আনুগত্যের আরেক নাম লিওনেল মেসি। বিশ্বস্ততার আরেক নাম লিওনেল মেসি। সেই সুনামে কি এবার কালির ছিঁটে লাগল? ছোটবেলার ভালোবাসায় এবার কি ফাটল ধরলো? ব্রাজিলের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অন্তত তেমনটাই ইঙ্গিত করছে। কিন্তু, কার প্রেমে মজলেন মেসি? প্রতিবেদনে দাবি করা হয়েছে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক সোফিয়া মার্টিনেজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার। যার কারণে মেসির বিবাহ জীবনে নেমে এসেছে ঘন অন্ধকার। সবমিলিয়ে পারিবারিক জীবনে কঠিন এক সময় পার করছেন ইন্টার মায়ামি তারকা। এই গুঞ্জন প্রকাশ্যে আসতেই তোলপাড় বিশ্ব ফুটবল।
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির গুরুত্ব যে কতখানি, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। পেলে-মারাদোনা যুগের পর তিনি ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। গত কাতার বিশ্বকাপে তাঁর হাত ধরেই ৩৬ বছর পর বিশ্বজয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। খেলার মাঠ হোক বা মাঠের বাইরে, এত বছরের বর্ণাঢ্য ফুটবল কেরিয়ারে সেইভাবে কোনও বিতর্কের আঁচ লাগতে দেননি আর্জেন্টাইন সুপারস্টার। লিওনেল মেসির প্রেম ও পারিবারিক জীবন অন্যান্য খেলোয়াড় থেকে একটু কমই বিতর্কিত। তাকে নিয়ে এমন খবর পাওয়াই যায় না। বরং নিজের ছোটবেলার শহর রোজারিওতেই খুঁজে পেয়েছিলেন নিজের জীবনসঙ্গিনীকে। কৈশোরের প্রেমিকার সঙ্গে মেসির সম্পর্কের গভীরতা নিয়ে কথা হয়েছে অনেক। কিন্তু এবার সেই সম্পর্কে নাকি ফাটল ধরেছে।
স্বদেশীয় সাংবাদিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পরেই নাকি মেসি ও আন্তোনেলার সুখের সংসারে আগুন লেগেছে। ঘটনার সূত্রপাত কাতার বিশ্বকাপে। ২০২২-এর কাতার বিশ্বকাপ সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছনোর পরে মেসির চোখে চোখ রেখে সাক্ষাৎকার নিয়েছিলেন সোফিয়া। কিছু ভিডিও মারফত প্রচার করা হচ্ছে মেসি এবং সোফিয়াকে ফ্লার্টেটিভ দৃষ্টি বিনিময় করতে দেখা গিয়েছে। যা বিশ্বকাপ ফাইনাল ও সম্প্রতি ব্যালন ডি’আর ইভেন্টেও দেখা গেছে। সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই সোফিয়ার সঙ্গেই জড়িয়ে মুচমুচে প্রেমের খবর প্রকাশ করে ব্রাজিলের একটি সংবাদমাধ্যম।
যদিও এই কথা মানতে পারছে না ফুটবল বিশ্ব। মেসির বন্ধু স্প্যানিশ তারকা ফ্র্যাব্রেগাসের স্ত্রী দানিয়েলো এই গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, এই খবরটি একেবারে ভুয়ো, এর কোন বাস্তব ভিত্তি নেই। উল্লেখ্য, স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে ছোটবেলা থেকেই প্রেমের সম্পর্ক ছিল মেসির। এলএম ১০-র কঠিন সময়েও পাশে দাঁড়িয়েছিলেন আন্তোনেলা। তাদের তিন পুত্রসন্তানও রয়েছে। এহেন মেসির পরকীয়ার খবর বিশ্বাস করতে পারছেন না অনেকেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম