Banking fraud: KYC-এর নাম করে ফোন আসছে? এই ভুলটা করলে ব্যাংক ব্যালেন্স চুরি হবেই! দেখুন কী হয়েছে

।। প্রথম কলকাতা ।।

 

Banking fraud: KYC-এর নাম করে ফোন আসছে? এই ফোনে আপনার জন্য ফাঁদ পাতা রয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে কোন মুহূর্তে ফাঁকা হয়ে যেতে পারে। যদি এই ভুলটা করে বসেন আপনি। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। এই সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সোমাদেবীর মোবাইলে একটি ফোন যায়। ফোনের ওপার থেকে জানানো হয় তিনি এক বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার। আবার সেই বেসরকারি ব্যাংকেই অ্যাকাউন্ট রয়েছে সোমা দেবীর। বলা হয় KYC আপডেট না করলে সেই অ্যাকাউন্ট থেকে আর টাকা তুলতে পারবেন না।

 

মহিলার কোনও সন্দেহ হয়নি। উলটে আতঙ্কিত হয়ে পড়েন। ভাবেন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে সমস্যা বাড়বে। সেই কারণেই প্রতারকের নির্দেশ মেনে নিজের যাবতীয় তথ্য দেন। এর কিছুক্ষণ পরই ঘটে বিপত্তি। এরকম যদি আপনার কাছে ফোন আসে? কী করবেন? কিভাবে বুঝবেন আপনিও প্রতারণার ফাঁদে পা দিতে চলেছেন?

 

ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে আপনার কাছে যখন তখন ফোন আসতে পারে। বলা হবে KYC আপডেট করতে হবে। একটা ওটিপি গিয়েছে সেটা বলতে এবং এটাও বলা হবে ওটিপি না দিলে কেওয়াইসি আপডেট হবে না। সেক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আপনার তো তখন মাথায় হাত। যে অ্যাকাউন্টের টাকা আপনার সংসার খরচ চলে সেটাই যদি আচমকা বন্ধ হয়ে যায়, আপনার তো মাথায় হাত পড়বে। এই ভয়ে আপনিও ওটিপি দিয়ে দিতেই পারেন। তারপরে প্রতারকদের খেলা শুরু হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা তুলতে পারবে জালিয়াতরা। এভাবে সব টাকা গায়েব হয়ে যাবে। এটাই ঘটছে দিনের পর দিন। তাই সাবধান হন।

 

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত শিল্পে ধারাবাহিকতা বজায় রাখতে এবং আর্থিক ব্যবস্থাকে রক্ষা করার জন্য ব্যবহারকারীদের KYC আপডেট করা বাধ্যতামূলক করেছে। সেই প্রক্রিয়াটিকেই এবার আরও সহজ করতে অনলাইন KYC আপডেটের ব্যবস্থাপনা নিয়ে এসেছে RBI। ব্যাংক থেকে ফোন আসলে নিজে থেকে তো কোন তথ্য দিতে যাবেন না।

 

তবে কিছু ক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে যেতেও হতে পারে KYC ডকুমেন্ট আপডেট করার জন্য। সাধারণত আপনার KYC নথিগুলির মেয়াদ শেষ হয়ে গেলে বা সেগুলি আর বৈধ না থাকলে এটি প্রয়োজনীয় হতে পারে। আপনি ব্যাঙ্কে গেলে সেই সব নথিগুলিই আপনাকে নিয়ে যেতে হবে। যেগুলি অফিসিয়াল ভ্যালিড ডকুমেন্টের তালিকায় দেওয়া থাকবে। তবে কোনোভাবেই ব্যাংক থেকে ফোন করে আপনাকে কোন ওটিপি জিজ্ঞাসা করা হবে না। এক্ষেত্রে ব্যাংকের কর্মীরাও বারবার সাবধান করে দেন। তাই যাই বলা হোক না কেন কোন ওটিপি বা ব্যাংকের কোন তথ্য ফোনে কারোর সাথে শেয়ার করবেন না।

 

সাইবার প্রতারণার শিকার যেন থামছেই না। একটু ভুল করলেন সুযোগ নিয়ে নেবে প্রতারকরা। তাই যা করবেন ভেবে করুন। তাহলে কপালের শনি কেউ ঠেকাতে পারবে না।

 

https://fb.watch/sR1unW8uMM/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

Exit mobile version