Prothom Kolkata

Popular Bangla News Website

কোহলিকে টপকে আইসিসির টেস্ট ক্রমতালিকায় দুই নম্বরে স্মিথ

1 min read

।। প্রথম কলকাতা ।।

সিডনি টেস্টে ভারতের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে আইসিসি (ICC)-র টেস্ট ব্যাটসম্যানদের সেরা ক্রমতালিকায় বিরাট কোহলিকে টপকে গেলেন স্টিভ স্মিথ(Steve Smith)৷ কোহলিকে টপকে দু’ নম্বরে উঠে এলেন অজি তারকা ব্যাটসম্যান৷ তবে শীর্ষস্থান ধরে রেখেছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন(Kane Willamson) পিতৃত্বকালীন ছুটিতে থাকা কোহলি রয়েছেন তিন নম্বরে৷
স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকবেন বলে প্রথম টেস্টের পরই চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ থেকে সরে দাঁড়িয়ে দেশে ফিরে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli) । তাঁদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। আর সেদিনই সিডনিতে(Sydeny) বীরের মতো লড়াই করে ম্যাচ ড্র রেখে হার এড়িয়েছে অজিঙ্কা রাহানের(Ajinka Rahane) বাহিনী। ক্রিকেট থেকে অনুপস্থিতির ফলেই বিরাট কিছুটা পিছিয়ে পড়লেন সম্ভবত।
সিডনি টেস্টে দুরন্ত ব্যাটিংয়ের ফলে বিরাটকে পিছনে ফেলে দেন প্রাক্তন অজি অধিনায়ক৷ সিডনি টেস্টে কেরিয়ারে ২৭তম সেঞ্চুরি করে কোহলিকে ছুঁয়েছেন স্মিথ৷ আর মঙ্গলবার প্রকাশিত আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় কোহলিকে টপকে দু’নম্বরে উঠে আসেন তিনি৷ স্মিথের রেটিং পয়েন্ট ৯০০৷ সেখানে প্রথম টেস্টের পর দেশে ফেরা কোহলির রেটিং পয়েন্ট ৮৭০৷ তবে সদ্য পাকিস্তানের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করে ৯১৯ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে নিজের অবস্থান আরও মজবুত করেছেন উইলিয়ামসন৷
এর মধ্যে ভাল খবর, চেতেশ্বর পূজারা উঠে এসেছেন আটে। সিডনি টেস্টে তিনি করেছেন ৫০, ৭৭। তিনি আছেন অধিনায়ক রাহানের ঠিক পিছনে। রাহানে একধাপ নিচে নেমে রয়েছেন সাতে। ঋষভ পন্থ এই টেস্টে যথাক্রমে ৩৬ ও ৯৭ রানের দৌলতে ১৯ ধাপ উঠে এসে ২৬ নম্বরে রয়েছেন। হনুমা বিহারী ছিলেন ৫২ নম্বরে। রবিচন্দ্রন অশ্বিন ৮৯-তম স্থানে। লড়াকু ইনিংস খেলে দুজনেই উঠে এসেছেন। শুভমান গিলও ৬৯ নম্বর থেকে উপরে উঠে এসেছেন।