।। প্রথম কলকাতা ।।
চলতি বছরের ২৩ ডিসেম্বর কোচিতে বসতে চলেছে আইপিএলের মিনি নিলামের আসর। মিনি নিলামের আগে ১০টি আইপিএল দল জমা দিল তাদের রিটেনশন ও রিলিজ লিস্ট। আর এই লিস্ট জমা দেওয়ার পর আমূল বদলে গেছে দলগুলির চেহারা। সবথেকে বেশি খেলোয়াড়কে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। গতকাল অর্থাৎ ১৫ নভেম্বর ছিল রিটেনশন উইন্ডোর শেষদিন। সেই অনুযায়ী প্রতিটি দলই কিছু খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে এবং ট্রান্সফার উইন্ডোতে দলে নিয়েছে। প্রতিটি দল ৯৫ কোটি টাকা নিয়ে মিনি নিলামের আসরে নামবে। গতবার প্রতিটি দলের পার্সে ছিল ৯০ কোটি। এবার ৫ কোটি টাকা আরও বাড়ানো হয়েছে।
ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে ব্যাস্ত ছিল কলকাতা নাইট রাইডার্স। ১০ দলের মধ্যে সবথেকে বেশি খেলোয়াড় ছেড়েছে কেকেআর। তবে মিনি নিলামের আগে সবথেকে কম অর্থ রয়েছে কলকাতা নাইট রাইডার্সেরই হাতে। দলবদলের বাজারে দিল্লি ক্যাপিটালস থেকে শার্দূল ঠাকুরকে সই করিয়েছে। এছাড়া গুজরাট টাইটান্স থেকে রহমানুল্লা গুরবাজ ও লকি ফার্গুসনকে দলে নিয়েছে। তবে ছেড়ে দেওয়ার তালিকায় চমক দিয়েছে কেকেআর। প্যাট কামিন্স, স্যাম বিলিংস, আমন খান, শিবম মাভি, মহম্মদ নবি, চামিকা করুনারত্নে, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, অভিজিৎ তোমার, অজিঙ্কা রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রমেশ কুমার, রশিক সালাম, শেল্ডন জ্যাকসন সহ মোট ১৬ জন খেলোয়াড়কে রিলিজ করেছে শাহরুখ খানের দল। তাদের হাতে রয়েছে ৭ কোটি ৫ লক্ষ টাকা।
কেকেআরের পর সবচেয়ে বেশি খেলোয়াড়কে রিলিজ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সব মিলিয়ে মোট ১৩ জন তারকাকে রিলিজ করেছে রোহিতের দল। ছেড়ে দেওয়া তারকাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কায়রণ পোলার্ড, ড্যানিয়াল স্যামস, বাসিল থাম্পি, ফ্যাবিয়ান অ্যালেনের মতো ক্রিকেটাররা। দলে রাখা হয়নি জয়দেব উনাদকাটকেও। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফকে দলে নিয়েছে মুম্বাই। মিনি নিলামের আগে নীতা আম্বানির দলের কাছে থাকছে ২০ কোটি ৫০ লক্ষ টাকা
অন্যদিকে বড় চমক দিয়ে ডোয়েন ব্রাভোকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। এছাড়াও অবসরপ্রাপ্ত রবিন উথাপ্পা, ক্রিস জর্ডন, আডাম মিলনে, নারায়ণ জগদীশনকে ছেঁটে ফেলেছে ধোনির দল। তবে আম্বতি রায়ডু, রবীন্দ্র জাদেজার মতো তারকাদের দলে রেখে দিয়েছে চেন্নাই। সুপার কিংসের হাতে থাকছে ২০ কোটি ৪৫ লক্ষ টাকা। নতুন মরসুমে নতুন দল নামাতে চাইছে পাঞ্জাব কিংস। নতুন মরসুমে অধিনায়ক হিসেবে শিখর ধাওয়ানের নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে প্রীতি জিন্টার দল। তাই গত মরসুমের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব। সেই সঙ্গে বাংলার ঈশান পোড়েল ও ঋত্বিক চট্টোপাধ্যায়কে রিলিজ করেছেন পাঞ্জাব কিংস।
এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বেশিরভাগ খেলোয়াড়কেই ধরে রেখেছে। জেসন বেহরেনডর্ফ ও শেরফান রাদারফোর্ডকে রিলিজ করেছে আরসিবি। তাদের হাতে থাকছে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা। পাশাপাশি সানরাইজার্স হায়দ্রাবাদ বহু খেলোয়াড়কে রিলিজ করে দিয়েছে। এবারে মিনি নিলামে বড় দল গড়তে চলেছে হায়দ্রাবাদ। গতবারের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়ে বড় চমক দিয়েছে সানরাইজার্স। এছাড়াও নিকোলাস পুরান, রোমারিও সেফিয়ার্ডের মতো তারকাদের রিলিজ করেছে তাঁরা। হায়দ্রাবাদের হাতে থাকছে সবচেয়ে বেশি ৪২ কোটি ২৫ লক্ষ টাকা। রাজস্থান রয়্যালসের বাদ যাওয়া তারকাদের তালিকায় রয়েছেন ডারেল মিচেল, নাথান কুল্টার নাইল এবং জেমি নিশাম। তাদের হাতে থাকছে ১৩ কোটি ২০ লক্ষ টাকা।
গতবারের অন্যতম সফল দল লখনউ সুপারজায়ান্টস এবার জ্যাসন হোল্ডার, এভিন লুইস, মণীশ পাণ্ডে, অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপূতদের মতো তারকাদের রিলিজ করেছে। তাঁদের হাতে রয়ে গিয়েছে ২৩ কোটি টাকা। গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ছেড়ে দিয়েছে লকি ফার্গুসন, রহমানুল্লা গুরবাজ, বরুণ অ্যারণ, গুরক্রিত সিংহের মতো ক্রিকেটারকে। গুজরাটের হাতে রয়েছে ১৯ কোটি ২৫ লক্ষ টাকা। অন্যদিকে শার্দুল ঠাকুর, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত, মনদীপ সিংয়ের মতো তারকাদের ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির কাছে থাকছে ১৯ কোটি ৪৫ লক্ষ টাকা।