Kartik puja 2022: সামনেই কার্তিক পুজো, জেনে নিন দিনক্ষণ ও শুভ মুহূর্ত

।। প্রথম কলকাতা ।।

Kartik puja 2022: দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেছে। এবার সামনে কার্তিক পুজো। কার্তিক মাসের শেষে হয় কার্তিক পুজো। পুরানে কথিত আছে কার্তিক ছিলেন মহাপরাক্রমশালী যোদ্ধা। প্রকৃতপক্ষে তিনি দেব সেনাপতি যুদ্ধের দেবতা ও সকল হিন্দুদের ঘরে ঘরে পরম পূজনীয় কার্তিক। যিনি পুরুষ শিব ও আদি পরাশক্তি পার্বতীর পুত্ররূপে প্রসিদ্ধি লাভ করেছেন। তাই দেব লোকে যেখানেই যুদ্ধ হয় সেখানেই কার্তিকের ডাক পড়ে। ভারতের প্রায় সর্বত্রই কার্তিক পুজোর প্রচলন আছে। পুরাণ অনুসারে কার্তিকের গাত্র হলুদ বর্ণের। তিনি চিরকুমার।

কার্তিক ঠাকুরের আবার অনেক নাম। কার্তিক হলেন দেবতাদের সেনাপতি। যুদ্ধের দেবতা পার্বতী পুত্র এইসব নামেও প্রসিদ্ধ। কার্তিকের অনেক নাম কুমার, দেবসেনাপতি, শক্তিপানি ইত্যাদি নামেও পরিচিত।

সাধারণত কার্তিক মাসের শেষ দিনে আড়ম্বর সহকারে পালিত হয় কার্তিক পুজো। এই বছর কার্তিক পুজো বাংলা পঞ্জিকা মতে ৩০ শে কার্তিক বৃহস্পতিবার ১৭ ই নভেম্বর ২০২২। লোকমতে যাদের সন্তান হচ্ছে না, যারা নিঃসন্তান তারা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের সন্তান লাভ হয়। কার্তিক ঠাকুরের চেহারা অত্যন্ত বলিষ্ঠ, তাই যেন কার্তিক পুজো করে দম্পতিরা সুন্দর ও বলিষ্ঠ চেহারার সন্তান প্রার্থনা করে থাকেন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version