সরাসরি ইন্টারভিউ দিয়ে WBPDCL -এ চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত

||শুভ্রদীপ চক্রবর্তী||
কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবল ইন্টারভিউ এর মাধ্যমে স্থায়ী সরকারি চাকরির সুযোগ। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে। রয়েছে ১০০ এরও বেশি পদ। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে।
মোট শূন্যপদ রয়েছে ১১৫ টি। পদগুলি হল, এজেন্ট, মাইনস ম্যানেজার, সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার, ব্লাস্টিং অফিসার, ওয়েলফেয়ার অফিসার, মেডিক্যাল অফিসার, সার্ভেয়র, ওভারম্যান, মেডিক্যাল অ্যাটেনডেন্ট এবং সিকিউরিটি সাব-ইন্সপেক্টর। শিক্ষাগত যোগ্যতা রয়েছে উপরোক্ত পদ অনুযাই।
বেতন দেওয়া হবে: এজেন্ট পদের জন্য ১,৫৪,০০০ টাকা। মাইনস ম্যানেজার পদের জন্য ৮২, ০০০ টাকা।
সার্ভেয়র, ওভারম্যান, মেডিক্যাল অ্যাটেনডেন্ট পদের জন্য ৪১, ০০০ টাকা।
সিকিউরিটি সাব-ইন্সপেক্টর পদের জন্য ২৭, ০০০ টাকা। বাকি পদ গুলির জন্য বেতনক্রম: ৬৩, ০০০ টাকা।
আলাদা করে আবেদন করতে হবে না। আপনার শিক্ষাগত যোগ্যতা এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউ এর দিন উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ এর তারিখ: ফেব্রুয়ারী ২৫, ২৬, ২৭
ইন্টারভিউ এর স্থান: Bidyut Unnayan Bhaban – WBPDCL, Block- LA, Plot No.-3/C, Sector-III, Bidhannagar, Kolkata-700106
বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট www.wbpdcl.co.in এ ভিসিট করুন।