।। প্রথম কলকাতা ।।
দক্ষিণ আফ্রিকায় অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ভারতের শেফালি ভার্মা। ১৯ বছর বয়সী শেফালির প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ মহিলা দলের ফাস্ট বোলার জাহানারা আলম। তিনি বলেছেন, শেফালি ভার্মার সাহসী এবং নির্ভীক দৃষ্টিভঙ্গি তাকে তার ক্যারিয়ারে বিভিন্ন স্তরে সাফল্যের স্বাদ পেতে সহায়তা করেছে। সাত ম্যাচে ২৪.৫৭ গড়ে এবং ১৯৩.২৬ স্ট্রাইক রেটে ১৭২ রান করে শেফালি ভার্মা টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন।
বর্তমানে সিনিয়র মহিলা বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকায় রয়েছেন জাহানারা আলম। শেফালির এই পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের এই ফাস্ট বোলার এবং অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশা পূরণের জন্য তার প্রশংসা করেছেন।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম বলেন, “শেফালির মধ্যে একটা জিনিস কমন যখন আমি তাকে প্রথম দেখেছিলাম। সেটা তাই সাহসীকতা। সে নির্ভীক ক্রিকেট খেলে। তার যে আত্মবিশ্বাস এবং নির্ভীকতা রয়েছে তা প্রতিটি ক্রিকেটারের জন্য প্রয়োজনীয়। এই গুণগুলো শুরুতেও ছিল এবং এখনো আছে। এই গুণগুলো তাকে ক্রিকেটার হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে।”
তিনি আরও বলেন, “তিনি নির্ভুলতার সাথে তার কাজ করেন এবং সে কারণেই তিনি সফল। যেহেতু তিনি ইতিমধ্যেই জাতীয় দলের সদস্য, তাই তাকে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করা হয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য তাকে অনেক অভিনন্দন এবং এটি তার জন্য একটি বড় অর্জন।”
গত বুধবার সেনওয়েস পার্কে ফাইনালে গ্রেস স্ক্রাইভেনসের ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ভারত। প্রতিপক্ষকে ৬৮ রানে অলআউট করে দেয় শেফালি ভার্মার দল। ৩৬ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন বাংলার মেয়ে তিতাস সাধু।