Selfie: বিশ্বের প্রথম সেলফি তুলতে সময় লেগেছিল ১৫ মিনিট ! এখন সেটি রয়েছে মিউজিয়ামে

।। প্রথম কলকাতা ।।

 

Selfie: সকাল থেকে সন্ধ্যা, সেলফি তো তুলছেন, কিন্তু জানেন কি প্রথম সেলফি তোলা হয়েছিল কিভাবে? কোনটা ছিল পৃথিবীর প্রথম সেলফি? কে-ই বা তুলেছিলেন সেই ছবি?আর ‘সেলফি’র নাম সেলফি কীভাবে হল? গল্পটা একবার শুনেই দেখুন না। চলুন আজ বরং একটু জেনে নিই সেলফির ইতিকথা।

 

আজকালকার দিনে সিনেমা হোক কি কলেজের আড্ডা, মানুষ এখন ভীষণভাবে সেলফিতে ব্যস্ত। যেখানেই যান না কেন, একটা সেলফি তো মাস্ট। জীবনের বিশেষ বিশেষ মুহুর্তগুলিকে ধরে রাখতে সেলফির চেয়ে ভালো কিছু হয় কি? জানেন তো, সেলফির শুরুর গল্পটা বড্ড ইন্টারেস্টিং।

 

আপনি যদি ভাবছেন সেলফি হাল আমলের আমদানি, তাহলে কিন্তু সেটা পুরোপুরি ঠিক নয়। বলা হয়, প্রথম সেলফি টি তোলা হয়েছিল আজ থেকে অন্তত ১৮৫ বছর আগে। বিশ্বের সেই প্রথম সেলফিটি তুলেছিলেন রবার্ট কর্নেলিয়াস নামে এক রসায়নবিদ। সেই সময় তার বয়স ছিল প্রায় ৩০ বছর।

 

পেশায় কেমিস্ট হলেও তাঁর গভীর প্রেম ছিল ছবির সঙ্গে। ক্যামেরা নিয়ে নানারকম পরীক্ষানিরীক্ষা করতেন তিনি। তা এরকমই একদিন তার মাথায় আসে, যদি নিজে নিজেই ছবি তোলা যায় তাহলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। বাড়ির দোকানের পিছনের দিকে বসান ক্যামেরা।

 

যাতে ছবিটি ঠিকঠাক আসে তার জন্য সামনে রাখেন একটি ঝাড়বাতির। জানা যায়, এই ছবিটি তোলার জন্য টানা ১৫ মিনিট ধরে ক্যামেরার সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ভাবতে পারছেন, একটা ছবি তুলতে সময় লেগেছিল ১৫ মিনিট। আর এখন তো ১৫ মিলি সেকেন্ডও লাগেনা। আসলে সেই সময় ক্যামেরা তো আর এত উন্নত ছিলনা। তাই ছবি তুলতে অনেকটা সময় লাগত। আর এতক্ষণ দাঁড়িয়ে থাকার জন্যই হয়ত রবার্টের সেলফিতে তার দৃষ্টি ক্যামেরা থেকে সরে যায়।

 

সেই ছবির উল্টোপিঠে তিনি লিখে রেখেছিলেন, ‘দ্য ফার্স্ট লাইট পিকচার এভার টেকেন, ১৮৩৯’। আর এভাবেই তোলা হয় বিশ্বের প্রথম সেলফি। এরপর দ্বিতীয় ছবিটি তিনি তোলেন তার ঠিক চার বছর পর। শোনা যায় রবার্ট কর্নেলিয়াসের এই ছবিটি এখন লাইব্রেরি অব কংগ্রেসে রক্ষিত আছে।

 

যদিও তখনও ‘সেলফি’র কিন্তু নাম সেলফি হয়নি। তাহলে এই নামটা কে দিল? এই ঘটনাটিও আবার বেশ মজার‌। বলা হয় এই শব্দটি প্রথম ব্যবহার করেন এক অস্ট্রেলীয় তরুণ। ২০০২ সালে একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। আর তারই নাম দিয়ে দেন সেলফি। বলা হয় সেই থেকেই নাকি শুরু হয় সেলফি শব্দের প্রচলন। তবে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে সেলফির প্রথম ব্যবহার শুরু হয় ২০১১ সালের ২৭ জানুয়ারি।

 

আর এখন তো চারিদিকে সেলফির ছড়াছড়ি। সেলফির পোজ নিয়েও কত চিন্তাভাবনা। যতদিন যাচ্ছে ততই উন্নত হচ্ছে ক্যামেরার মান। রোজই মোবাইলে যোগ হচ্ছে নতুন নতুন সব ফিচার্স। এখন তো আবার ফ্রন্ট ক্যামেরা খুললেই অটোমেটিক সাজগোজও হয়ে যায়। তাহলেই ভাবুন, ব্যাপারটা কীভাবে শুরু হয়েছিল আর আজ কোথায় পৌঁছেছে। ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং তাই না?

 

আসলে আমরা যদি আমাদের চারপাশের সবকিছু ভালো করে দেখি, তাহলে এমন অনেক মজার মজার তথ্য বেরিয়ে আসবে। এমন অনেক কিছুই রয়েছে যা আমরা রোজ ব্যবহার করছি কিন্তু হয়ত সেটার আদি অন্ত কিছুই জানিনা। তা এরকম আর কোনও গল্প আপনারা শুনতে চান? তাহলে সেটা জানাবেন আমাদের কমেন্ট বক্সে।

https://fb.watch/t2vpnAkF9-/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version