।। প্রথম কলকাতা ।।
বড় বিপর্যয়ের মুখে বিশ্ব। ভেসে যাবে অর্থনীতি। চোখে দেখা যাচ্ছে না ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ। দলাদলির রাজনীতিতে মেতেছে শক্তিধর রাষ্ট্র গুলো। আশঙ্কা তৃতীয় বিশ্ব যুদ্ধের। এই ঝড়ে ভারত বাংলাদেশ টিকবে তো? কোথায় পৌঁছাবে ডলার সংকট? বাড়বে জিনিসের দাম, আগুন দরে পৌঁছাবে তেল!
ইউক্রেন রাশিয়ার মতোই কি ইসরায়েল গাজা যুদ্ধে জড়িয়ে পড়বে অন্যান্য দেশ গুলো?শুরু হয়ে যাবে ছাই চাপা তৃতীয় বিশ্বযুদ্ধ? শুধু তেলের দামই নয়। গোটা আন্তর্জাতিক অর্থনীতিতে বাড়ছে বড় ক্ষতির সম্ভাবনা। ভয় একটাই, ইউক্রেন রাশিয়ার সেই নির্মম স্মৃতি আবার ফিরে আসবে না তো? ইসরায়েল হামাস যুদ্ধের বড় প্রভাব পড়তে চলেছে ভারতীয় অর্থনীতি সহ এশিয়া এবং গোটা বিশ্বে। যেখানে বাদ পড়বে না বাংলাদেশও। যুদ্ধটা হচ্ছে কিন্তু মধ্যপ্রাচ্যে। যা বিশ্বের তেলের ভান্ডার। স্বাভাবিক ভাবেই, যুদ্ধের প্রভাব ডাইরেক্ট পড়বে পেট্রোল আর ডিজেলে। তেল যে কিভাবে বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, তা কমবেশি সকলেরই জানা। মধ্যপ্রাচ্যের পর ধীরে ধীরে গোটা পশ্চিমি দুনিয়া অশান্ত হয়ে উঠছে। যার জেরে বাড়তে পারে অপরিশোধিত তেলের দাম। আরো ব্যয়বহুল হয়ে উঠবে রপ্তানির পরিমাণ। প্রভাব পড়বে ইসরায়েল আর ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যে। রপ্তানি খরচ যেমন বাড়বে, কমবে পরিমাণও। বড়সড় ক্ষতির মুখে পড়বে বড় বড় কর্পোরেট হাউসগুলো। বিশেষ করে ইসরায়েলের মাটিতে বহু দেশের বড় বড় সংস্থা রয়েছে। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, সংস্থাগুলোর ক্ষতির পরিমাণ ততই বাড়তে থাকবে। যুদ্ধ শুরু হওয়ার গত এক সপ্তাহের মধ্যেই ভারতে ব্যাপকভাবে কমছে ওষুধের চালান।
ইরান যদি একবার সরাসরি এই সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাহলে থেমে থাকবে না যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলো। তখন কিন্তু কেউ আটকাতে পারবেনা তৃতীয় বিশ্বযুদ্ধ। মোটামুটি মধ্যপ্রাচ্যর দুটো অংশ। একটা অংশ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দ্বারা পরিচালিত। অন্য অংশে রাজ চালায় ইরানসহ তার সমর্থক গোষ্ঠী। বাইচান্স ইরানের তেলে যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা চাপালে, বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে আগামী বছর গুলো।
ভালো করে লক্ষ্য করুন, একটা বছর পেরিয়ে গেছে। কিন্তু এখনো চলমান ইউক্রেন যুদ্ধ। ব্যর্থ হয়েছে বহু আলাপ আলোচনা। আর ফল ভুগছে গোটা বিশ্ব। মূল্যস্ফীতি, তেলের দাম থেকে শুরু করে মারাত্মক প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। শুধু তাই নয়, দুই দেশের যুদ্ধে মুখ থুবড়ে পড়েছে বহু দেশের অর্থনীতি। করোনার ধাক্কায় যখন সবে সামলে উঠছে, তখনই পরপর এত বড় ধাক্কা বিশ্ব সামলাতে পারবে তো? ইতিমধ্যেই বাংলাদেশ ভুগছে উচ্চ মূল্যস্ফীতিতে। ডলার ভাঁড়ার প্রায় তলানিতে। একই হাল এশিয়া সহ অফ্রিকার বহু দেশের। বাদ পড়েনি শক্তিধর পরাশক্তি গুলো। ইসরায়েল আর গাজার দ্বন্দ্ব যে নতুন করে সমস্যা সৃষ্টি করতে চলেছে এ কথা বলাই বাহুল্য। যুদ্ধ কখনই কাম্য নয়। যুদ্ধ না থামলে গোটা বিশ্ব দেখবে আরো বড় বিপর্যয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম