Prothom Kolkata

Popular Bangla News Website

মনখারাপের মাঝেও সুখবর পেলেন ভারতীয় পেসার উমেশ যাদব

1 min read

।। প্রথম কলকাতা ।।

মেলবোর্নে (Melbourne) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে কাফ মাসেলে চোট পেয়ে যন্ত্রনায় মাঠ ছাড়েন ভারতীয় পেসার উমেশ যাদব (Umesh Yadav)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। দেশে ফিরেছেন ভারতীয় পেসার। তবে অস্ট্রেলিয়ায় বাকি টেস্টগুলিতে ছিটকে গেলেও , মনখারাপের মাঝেই সুখবর পেলেন তিনি। বছরের প্রথম দিনেই বাবা হলেন উমেশ যাদব।
সোশ্যাল মিডিয়ায় সুখবরটি জানিয়েছেন স্বয়ং উমেশ যাদব। তিনি লিখেছেন, ইট’স এ গার্ল। সঙ্গে মেয়ের ছবি দিয়ে তিনি লিখেছেন, লিটল প্রিন্স তোমাকে স্বাগত। আমি রোমাঞ্চিত। প্রসঙ্গত, ২০১৩ সালে তনয়া ওয়াধাকে বিয়ে করেন উমেশ যাদব।
ভারতীয় ক্রিকেট বোর্ডের(BCCI) তরফেও উমেশ যাদবকে শুভেচ্ছা জানিয়ে টুইট করা হয়েছে। একই সঙ্গে উমেশের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। শীঘ্রই যাতে মাঠে তিনি ফিরতে পারেন সে কথাই লেখা হয়েছে।
উমেশ যাদবের (Umesh Yadav) পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি দুটি টেস্টে ভারতীয় দলে এলেন ওয়ানডে তে সদ্য অভিষেক হওয়া বাঁ হাতি পেসার থঙ্গরসু নটরাজন (Thangarasu Natarajan)।