ডায়মন্ড হারবারে একটা সিট্ও জিততে দেবো না, সৌমিত্র চ্যালেঞ্জ জানাচ্ছেন অভিষেককে?

।। শর্মিলা মিত্র ।।
খাতায় কলমে এখনও হয়তো তিন চার মাস দেরি রয়েছে ২০২১-এর বিধানসভা নির্বাচনের। কিন্তু কিছুদিন দেরি থাকলেও রাজনীতির ময়দানে কিন্তু কোনভাবেই তার প্রভাব পড়ছেনা।
অন্যদিকে, দল বদলের পাশাপাশি একে অপরকে নিশানা করতেও কিন্তু ভুলছেন না শাসক বা বিরোধী শিবিরের কেউই। এবার, দক্ষিণ ২৪ পরগণার বকখালিতে অনুষ্ঠিত ভারতীয় জনতা যুব মোর্চার জনসভা ও যোগদান মেলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আক্রমন করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘অভিষেক ব্যানার্জি তুমি তোমার বক্তব্য যা দিয়েছ আমার কাছ থেকে শুনে নাও, আজ থেকে শুরু করলাম তোমায় ডায়মন্ড হারবারের একটা সিটও জিততে দেবনা।’
পাশাপাশি বুধবারই আলিপুরদুয়ারে মন্দিরে পুজো দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দেওয়ার প্রসঙ্গ টেনে সৌমিত্র খাঁ বলেন, ‘এখন বলছে ঠাকুর আমাকে রক্ষা কর’। কটাক্ষ করে তিনি বলেন, ‘উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা মন্দিরে মন্দিরে যাবে কারন তাদের আর কোন জায়গা নেই।’ অন্যদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan) মন্তব্য, ‘এই তৃণমূল কংগ্রেসে লক্ষ্মীরতন শুক্ল (Lakhi Ratan Shukla) থাকল না’। পাশাপাশি ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারের বিষয় কটাক্ষ করে তার মন্তব্য, ‘আবার দীপক হালদারও (Dipak Halder) এখানে হয়তো থাকবেন না।’
আরো পড়ুন : লালগড়ে শুভেন্দু, “আর নয় অন্যায়”
পাশাপাশি তার মন্তব্য, ‘কোনদিন মন্টুরাম পাখিরাও হয়তো যোগদান করার জন্য হাত বাড়াবেন। পাশাপাশি তিনি জানান, ‘সাংসদ প্রসূন ব্যানার্জিও হাত বাড়িয়ে দিয়েছেন।’ অন্যদিকে বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিলেও দলের বিরুদ্ধে ক্ষোভের সুর প্রকাশ পেয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারের গলায়। প্রসঙ্গত, এর আগে রাজ্য মন্ত্রিসভা থেকে লক্ষ্মীরতন শুক্লর ইস্তফার দিনই বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যান ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার। যদিও, ব্যক্তিগত সম্পর্কের কারণে সাক্ষাৎ বলে দাবি করেন বিধায়ক। কিন্তু জল্পনা থেমে থাকেনা। আর এবার বকখালির সভায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)-র গলায় শোনা গেল ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারের নাম।