ভয়মুক্ত সমাজ গড়তে চাই, বললেন বিমলশংকর

।। বাপি মণ্ডল ।।
বৃহস্পতিবার দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমলশংকর নন্দ হেঁটে ভোটপ্রচার করেন। এদিন তিনি দক্ষিণ দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন আবাসনে ঘুরে নির্বাচনী প্রচার সারেন। গৃহসম্পর্ক অভিযানের মাধ্যমে তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি ভয়মুক্ত সমাজ গড়বেন বলে বাসিন্দাদের আশ্বাস দিয়েছেন
উত্তরবঙ্গে ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনামূলক বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাঁকে নোটিশ পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে মুখ্যমন্ত্রী বিক্ষোভ দেখাতে বলেছেন। সে ব্যাপারে বিমলশংকর বলেন, ‘ভোট প্রক্রিয়াকে হিংসামুক্ত করার জন্য কমিশন কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করেছে।
আরো পড়ুন : চতুর্থ দফার ভোটে মহিলা প্রার্থীদের নিয়ে কি পদক্ষেপ নির্বাচন কমিশনের ?
মুখ্যমন্ত্রী সেই কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার কথা বলছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্ররোচনামূলক। অবশ্যই নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়ে।’ বিমলবাবু আরও বলেন, ‘তৃতীয় দফার নির্বাচনে যেভাবে সন্ত্রাস হয়েছে, কেন্দ্রীয় বাহিনী যদি মনে করত, অনেক কিছু হয়ে যেত।’
ভোটপ্রচারে কেমন সাড়া পাচ্ছেন? জবাবে বিমলবাবু বলেন, ‘খুব ভালো সাড়া পাচ্ছি। আজ যে এলাকায় প্রচার করছি, এটা আমার নিজের বাসস্থানের এলাকা। আমি বাসিন্দাদের মধ্যে থেকে ভয়টা দূর করতে চাইছি। মানুষ রাস্তায় বেরোতে ভয় পাবে কেন? কিছু দুষ্কৃতী ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল। আমি সেই পরিবেশটা বদল করে ভয়মুক্ত সমাজ গড়তে চাইছি।’