রাজ্য সড়কে দাঁতাল, ধাওয়া করলো কয়েকশো গ্রামবাসী

।। প্রথম কলকাতা ।।
রাজ্য সড়ক ধরে কয়েক কিলোমিটার হাঁটল দাঁতাল।করোনা আবহে স্বাস্থ্যবিধি শিকেয় তুলে দাঁতালটিকে ধাওয়া করে আনলো কয়েকশো গ্রামবাসী।
প্রসঙ্গত, শুক্রবার সকালে ঝাড়গ্রামের দিক থেকে কংসাবতী নদী পার হয়ে ওই দাঁতালটি ঝাড়গ্রাম মেদিনীপুর রাজ্য সড়ক ধরে চাঁদড়া রেঞ্জের চাঁইপুর, দেউলডাঙা, চিলগোড়া পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার হেঁটে আসে।
এর পর গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতিটি ঢুকে যায় গভীর জঙ্গলে।বন দপ্তরের তরফ থেকে বারবার হাতিকে উত্ত্যক্ত না করার অনুরোধ করা হলেও সে কথায় আমজনতা যে কর্ণপাত করেনি তা বোঝা গেল আজকের চিত্র দেখে।