খুব শিগগিরই Honor লঞ্চ করতে চলেছে V40, দেখুন কি ফিচার থাকছে এই স্মার্টফোনে

।। প্রথম কলকাতা ।।
জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি Honor তাদের স্মার্টফোন Honor V40 কে লঞ্চ করতে চলেছে।
Honor V40 স্মার্টফোনটিকে ১৮ ই জানিয়ারি ২০২১ কে লঞ্চ করতে চলেছে এই ফোনটিকে Honot V40 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে OLED ডিসপ্লে এবং কুল ৬ টি ক্যামেরা দেওয়া হয়েছে।
সম্প্রতি এই স্মার্টফোনটির ফিচার সম্পর্কে জানা গিয়েছে। আসুন দেখে নেওয়া যাক কি কি ফিচার থাকছে এই ফোনে,
এই ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৭২ ইঞ্চির OLED ডিসপ্লে। এই ফোনটিতে রয়েছে ৩২ mp+১৬ mp এর দুটি ক্যামেরা সেট আপ।
এর সাথে কোম্পানি এই ফোনটিতে দেওয়া হয়েছে ৬৪ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। এই স্মার্টফোনটিকে দেখা গিয়েছে Dimensity 1000+ প্রসেসর।
এই ফোনটিতে দেওয়া হবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ। পাওয়ার প্রদানের জন্য দেওয়া হবে ৪,০০০ mAh এর ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জিং সাপোর্টও।