বুধবার টুইটারে এক স্ক্রিনশট শেয়ার করে পরিচালক লেখেন, মাস কয়েক আগের এই জুম কল আমার কাছে স্বপ্নপূরণের মতো ছিল। যেখানে আমি জাতিস্মরের হিন্দি অ্যাডাপ্টেশনের প্রস্তাব দিয়েছিলাম মায়েস্ত্রো এ আর রহমানকে, হ্যায় ইয়েহ ওহ আতিশ গালিব ছবিতে অ্যান্টনি ফিরিঙ্গির বদলে কেন্দ্রীয় চরিত্র মির্জা গালিব।সিনেমায় ৯টি গান লিখবেন কিংবদন্তী গীতিকার গুলজার সাহিব এবং এতে সুর দেবেন এ আর রহমান। সিনেমার নাম ‘হ্যায় ইয়েহ ওহ আতিশ গালিব’।অ্যান্টনি ফিরিঙ্গির পুনরাগমনে ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় , জাতীয় পুরুস্কারপ্রাপ্ত ছবি জাতিস্বরের হিন্দি রিমেকের প্রস্তাব পেলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়