।। প্রথম কলকাতা ।।
Hardik Pandya: ঘরের ছেলে ফিরেছে ঘরে। গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে বড় চমক দিয়েছেন হার্দিক পান্ডিয়া। গুজরাট প্রথমে হার্দিককে রিটেনশন লিস্টে রাখলেও কয়েক ঘন্টার মধ্যেই মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন তিনি। কিন্তু মুম্বাইয়ে কামব্যাক করেই বিপদ বাড়িয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার। অনেকেই মনে করছেন হার্দিক মুম্বাইয়ে যোগ দিয়ে একেবারেই ঠিক কাজ করেননি। এবার নিষিদ্ধ হতে পারেন আসন্ন আইপিএল থেকে। হার্দিকের বিরুদ্ধে আইপিএলের নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যে নিয়ম লঙ্ঘনের জন্য ২০১০ সালে রবীন্দ্র জাদেজাকে নিষিদ্ধ করেছিল আইপিএল ম্যানেজমেন্ট কমিটি। এবার হার্দিকের জন্যও কি তেমন কিছু অপেক্ষা করছে? এই নিয়েই চলছে জোর জল্পনা।
যদিও হার্দিকের এই প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই নিজের প্রতিক্রিয়া দিয়েছেন গুজরাট টাইটান্স সিইও অরবিন্দর সিং। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে হার্দিক মুম্বাই ইন্ডিয়ান্সে গিয়ে একেবারেই ঠিক কাজ করেনি। তিনি যেভাবে মুম্বাইয়ে গেছেন তা একেবারেই সঠিক নয়। আইপিএল ট্রেডের জন্য কোন খেলোয়াড় সরাসরি ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা বলতে পারেনা। এরজন্য ফ্রাঞ্চাইজিগুলিকে বিসিসিআই-র নিয়ম অনুসরণ করতে হয়। কিন্তু হার্দিকের ট্রেড একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল না। টিম ম্যানেজমেন্ট এতে অসন্তুষ্ট। আইপিএলে ট্রেডিং সংক্রান্ত বিসিসিআই-এর নিয়ম সকলের জন্য সমান। যা সকলেরই মেনে চলা উচিত।
বিসিসিআই-এর ট্রেডিং সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য ২০১০ সালে রবীন্দ্র জাদেজাকে নিষিদ্ধ করেছিল আইপিএল ম্যানেজমেন্ট কমিটি। সেইসময় রাজস্থান রয়্যালস দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভারতের এই তারকা অলরাউন্ডার। সেবার ট্রেডিংয়ের সময় মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কথা বলতে শুরু করেন জাদেজা। যদিও রাজস্থান রয়্যালস তাঁর মেয়াদ বাড়িয়ে দলে রিটেন করেছিল। কিন্তু জাদেজা চেয়েছিলেন রাজস্থান ছাড়তে। এরপর তৎকালীন আইপিএল ম্যানেজমেন্ট কমিটি জাদেজার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এবং ১ বছরের জন্য আইপিএল টুর্নামেন্ট থেকে তাঁকে নির্বাসিত করা হয়।
যদিও এবার একই ভুলই করেছেন হার্দিক পান্ডিয়া। প্রথমে গুজরাট টাইটান্সের রিটেন লিস্টে হার্দিকের নাম থাকলেও, কয়েক ঘন্টা পরেই মুম্বাইয়ে যোগ দেন তিনি। অনেকেই হার্দিকের মুম্বাইয়ে যোগ দেওয়াকে ভালোভাবে নেননি। যদিও বিষয়টি নিয়ে এখনও বিসিসিআই বা আইপিএল কর্তৃপক্ষ কেউই মুখ খোলেনি। ইতিমধ্যেই চোটের কারণে মাঠের বাইরে আছেন হার্দিক পান্ডিয়া। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেও তিনি খেলবেন না। আসন্ন আইপিএলে হার্দিকের ভবিষ্যৎ কি হতে চলেছে সেই দিকেই তাকিয়ে ভক্তরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম