।। প্রথম কলকাতা ।।
Hardik Pandya: হার্দিক পান্ডিয়াকে ঘিরে চলছে একের পর এক চমক। নিলামের আগে রিটেন তালিকায় হার্দিকের নাম ঘোষণা করে গুজরাট টাইটান্স। কয়েকঘন্টা পরেই জানা যায় ১৫ কোটিতে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন হার্দিক। এখানেই শেষ নয় কয়েকদিন আগে হঠাৎ করেই রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক নির্বাচিত করে মুম্বাই ইন্ডিয়ান্স। যা নিয়ে এখনও সরগরম ভারতীয় ক্রিকেট। এরপরই এলো নতুন চমক। সূত্র মারফত জানা যায় চোটের কারণে হার্দিক নাকি আসন্ন আফগানিস্তান সিরিজ ও আইপিএলে খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে কে হবেন মুম্বাইয়ের অধিনায়ক ? তা নিয়ে চলছিল জল্পনা। তাঁর ছিটকে যাওয়ার খবরে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছিল মুম্বই শিবিরে। এই খবরটি আসার একদিনের মধ্যে খবর আসে যে হার্দিক নাকি সুস্থ এবং তিনি খেলবেন। একদিনের মধ্যে হার্দিকের সুস্থ হওয়ার খবরে চমকে গিয়েছেন অনেকেই।
একটি সংবাদসংস্থার রিপোর্ট থেকে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক। শুধু তাই নয় খেলবেন আইপিএলও। বিশ্বকাপে গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ভারতীয় এই তারকা অলরাউন্ডার। এরপর তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটও মিস করেছেন। জানা গেছে হার্দিক তাঁর চোট থেকে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। প্রতিদিন নিজেকে ফিট রাখতে পরিশ্রম করে চলেছেন। তিনি পুরোপুরি ফিট হলেই ছাড়পত্র পাবেন। তবে তারকা অলরাউন্ডারকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় বোর্ড। আইপিএল থেকে ছিটকে যাওয়ার খবর নাকি সম্পূর্ণই গুজব। আইপিএলে এখনও বাকি প্রায় চারমাস, তাই এখন এই বিষয়ে কিছু বলা মানে নিছক অনুমান।
কিছুদিন আগে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন যে আগামী আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেন হার্দিক। সেটাই হতে পারে তাঁর প্রত্যাবর্তনের মঞ্চ। তবে হার্দিকের ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। হার্দিককে নিয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। তবে হার্দিক যে ফিরছেন সেটা একপ্রকার নিশ্চিত। তবে আফগানিস্তান সিরিজে হার্দিক ফিরলে অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে জল্পনা। যদি হার্দিক অধিনায়ক হন তাহলে রোহিত খেলবেন কিনা সেই নিয়েও সংশয় আছে। রোহিত একেবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন। যদিও এই ব্যাপারে কিছু জানা যায়নি। ফলে মুম্বইয়ের অধিনায়কত্বের জটিলতা মিটলেও জাতীয় দল নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম