সন্দেশ কে নিয়ে আশাবাদী সবুজ-মেরুন শিবির

।। সায়ন সেনগুপ্ত ।।
বেশ কিছুদিন আগেই এটিকে মোহনবাগানে সই করেছেন ভারতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। এরপর থেকেই তাঁকে ঘিরে আশায় বুক বেঁধেছে মোহনবাগান সমর্থকরা। এর আগেই এটিকের সঙ্গে মার্জ এর দরুন রয়কৃষ্ণা ও এডু গার্সিয়ার মত খেলোয়াড়দের একাদশে পেয়ে শুরু থেকেই শক্তিশালী ছিল এটিকে।
এরপর তিরি, সুমিত রাঠি, ও সন্দেশ ঝিঙ্গান এর মত তারকারা সই করায় বর্তমানে কাগজে কলমে আইএসএলে র সবচেয়ে শক্তিশালী দল হাবাসের এটিকে মোহনবাগান।
আরো পড়ুন : এটিকে অধিনায়ক হওয়ার দৌড়ে প্রীতম কোটাল
তবে চোট আঘাতের কারনে বেশ কিছু সময় মাঠের বাইরে কাটিয়েছেন, কেরালা ব্লাস্টার্স এর এই প্রাক্তনী। তবে এবছর দেশের সর্বোচ্চ ফুটবল মঞ্চে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন, বা আগের পর্যায়ে নিয়ে যেতে পারেন এখন সেটার দিকেই নজর থাকবে সকলের।