Sreelekha Mitra on Binodini: ‘দেব পয়সা দিয়েছে, তাই রুক্মিণী বিনোদিনী!’ বিস্ফোরক শ্রীলেখা

।। প্রথম কলকাতা।।

Sreelekha Mitra on Binodini: বিনোদিনী কি রোগা হওয়া উচিত, নাকি মোটা? বিনোদিনীর চেহারার গরণ কেমন হওয়া উচিত? প্রশ্ন উঠতেই চর্চা শুরু হয়েছে নেট মাধ্যমে। আর এই গভীর আলোচনায় নেট নাগরিকদের সঙ্গে অংশ নিয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় ও স্পষ্টবাদী অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বিনোদিনীর চরিত্রে রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) নতুন লুক সামনে আসতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কারোর মতে, ভালো লাগছে অভিনেত্রীকে। কারোর বক্তব্য, এই লুকে মানাচ্ছে না তাঁকে। এর মাঝে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের প্রশ্ন, বিনোদিনী কি এত রোগা ছিল? আর তার পরেই তাঁর মন্তব্যকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ তাঁকে হিংসুটে, কেউ বাবার তাঁকে কুচুটে বলেছেন। উল্লেখ্য, বরাবরই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন অভিনেত্রী। আর সেটাই তাঁর কাল হয়ে দাঁড়িয়েছে। এবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি। নতুন করে ফের কী বলেছেন শ্রীলেখা?

‘ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘বাচ্চা মেয়ে রুক্মিণী। ওঁকে নিয়ে আমার কোনও সমস্যাই নেই। ওঁর প্রেমিক দেব অধিকারী (Dev) পয়সা দিচ্ছে, আর তাঁকে খুশি করতে গিয়ে রুক্মিণীকে এই চরিত্রে কাস্ট করা হয়েছে। এতে ওঁর কি করার আছে! কিন্তু তাই বলে যোগ্য অভিনেত্রী থাকতেও যাঁকে বিনোদিনী মানাচ্ছে না, তাঁকে প্রস্থেটিক মেকআপ করিয়ে বিনোদিনী বানাতে হবে’। এর আগে ‘কাদম্বরী’ ছবিতে বিনোদিনী (Binodini) দাসীর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। খুব সামান্য হলেও, নিজের অভিনয় দিয়ে নজর কেড়েছিলেন তিনি। এখন তাঁর বক্তব্য, যোগ্য মানুষকে এই চরিত্রের জন্য বেছে নেওয়া হোক। অর্থাৎ বিনোদিনীর চরিত্রে রুক্মিণীকে যোগ্য বলে মনে করেন না তিনি। তাহলে কাকে নেওয়া উচিত ছিল এই চরিত্রের জন্য? সেই পরামর্শও দিয়েছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন, ‘আমাকে নেওয়ার কোনও দরকার নেই। কিন্তু অনন্যা চট্টোপাধ্যায় রয়েছেন, ওঁকে নেওয়া যেত। আমি তাহলে এক ফোঁটাও সমালোচনা করতাম না। আর তাতে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো হত’। উল্লেখ্য, বিনোদিনী রোগা হওয়ায় বেশ চিন্তায় পড়ে গিয়েছেন শ্রীলেখা। যদিও প্রযোজক অরিত্র দাসের কথায়, বায়োপিকে যে তারকাই কাজ করুক না কেন, তাঁদেরকে দেখতে কখনোই একরকম হয় না। অজয় দেবগন কি ভগৎ সিং না সুশান্ত ধোনির মত? তবে যা চলছে তাতে এই চর্চা এত সহজে থামবে না বলেই মনে হচ্ছে। রামকমল মুখোপাধ্যায়ের ছবিতে বিনোদিনী সেজেছেন রুক্মিণী। কিন্তু এখন এই চরিত্রতে রাজি হওয়া তাঁকে বিপাকে ফেলেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version