Cyclone Remal: গরম থেকে মিলবে রেহাই, বৃষ্টি কবে থেকে শুরু? ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছে

।। প্রথম কলকাতা ।।

 

Cyclone Remal : ঘূর্ণিঝড়ের রেশ কি শুরু হয়ে গেল? বৃষ্টি ভাসাবে বাংলার এই জেলায়। ২০ মে !কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সর্বনাশা মে মাস ভয়াবহ স্মৃতি যেন ফিরে আসছে। কবে, কোথায় অঝোরে বৃষ্টি? গরমে আর হাঁসফাঁস নয়। তবে প্রকৃতির এই তাণ্ডব সামলাতে পারবেন তো? আলিপুর আবহাওয়া দফতর দিল বড় আপডেট। কোথাও বেড়ানোর প্ল্যান থাকলে ক্যান্সেল করুন। কারণ সে আসছে।

 

এই মাসেই এমন ঝড় আসতে চলেছে যা আগের ঘূর্ণিঝড়গুলির থেকেও বেশি শক্তিশালী হতে পারে। এই ঝড়ের নাম রেমাল। সেই সাইক্লোন কি এখন থেকেই মাথাচাড়া দিতে শুরু করল? রবিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে। সোম ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। দু-এক জায়গায় দমকা ঝোড়ো বাতাস। তাপমাত্রা আরও বাড়বে আগামী চারদিনে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 

গরম কালে কখনও আয়লা, কখনও আমফান, কখনও যশের তাণ্ডব দেখেছে বাংলা। এবার আবারও এক ঘূর্ণিঝড়। মে মাসের শেষাশেষি, মোটামুটি ২৪ মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঝড়। সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম বড় কারণ। এমনটাই বলছেন আবহবিদদের একাংশ। আবহাওয়া দফতর যদিও এখনও বলেনি, কোন পথে কত গতিবেগ নিয়ে এগোবে রেমাল। তবে মনে করা হচ্ছে, আগামী ২০ মে থেকে এই ঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। এদিকে সেই দিন বাংলার বেস কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করতে পারে। এরপর ২৪ মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। বিভিন্ন সংবাদমাধ্যমে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।

 

সাধারণত ১ জুন কেরল হয়ে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে থাকে। সাতদিনের মতো হেরফের হলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু স্বাভাবিক ছন্দেই এগোচ্ছে বলে মনে করেন আবহাওয়াবিদরা। এবার অবশ্য সবকিছু ঠিকঠাক থাকলে মে শেষ হওয়ার আগেই ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়বে বর্ষা। নির্দিষ্ট সময়ের আগেই কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। আপাতত ভারতীয় মৌসম ভবনের তরফে সেরকমই পূর্বাভাস দেওয়া হল। তবে সেটা একেবারে হুবহু মিলবে যাবে, এমন নয়। পুরোটাই নির্ভর করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার উপরে। এমনিতে সাধারণত বাংলায় ১১ জুনের মধ্যে ঢুকে যায়। তবে এবার কবে ঢুকবে, সে বিষয়ে আপাতত মৌসম ভবনের তরফে কিছু জানানো হয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version