Acne Scars: ব্রণ আর ব্রণর দাগ নিয়ে জেরবার? সমাধান লুকিয়ে রয়েছে চায়ের পাতায়

।। প্রথম কলকাতা ।।

 

Acne Scars: ব্রণ আর ব্রণর দাগ নিয়ে জেরবার? কোনোকিছুতেই মিলছেনা সুরাহা? সমাধান লুকিয়ে রয়েছে চায়ের পাতাতেই। আরও তুলতুলে নরম ত্বক পাওয়ার ইচ্ছা? তাহলে বাড়তি চা ফেলে না দিয়ে কাজে লাগান রূপচর্চায়। এইভাবে চা ব্যবহার করুন আর দেখুন ম্যাজিক। কেবল চায়ের দৌলতেই ত্বক হবে মাখনের মত মসৃণ। তার জন্য জানতে হবে কায়দা! আমাদের আজকের ভিডিওতে রইল কিছু ম্যাজিক বিউটি টিপস।

 

‘চা’ কেবল পানীয় নয়, ‘চা’ হচ্ছে গুণের ভাণ্ডার। ঝিমিয়ে পড়া এনার্জি ফিরিয়ে আনার পাশাপাশি আরও নানা উপকারিতা রয়েছে চায়ের। সবচেয়ে অবাক করা বিষয় হল, উজ্জ্বল ত্বক পেতেও চায়ের জুড়ি মেলা ভার। বিশেষ করে যারা ব্রণ বা ব্রণের দাগের সমস্যায় জর্জরিত তাদের জন্য ম্যাজিক টোটকা হয়ে উঠতে পারে ‘চা’। তবে তার জন্য জানতে হবে চা ব্যবহারের সঠিক উপায়।

 

আজ্ঞে হ্যাঁ, যেমন তেমনভাবে ‘চা’ ব্যবহার করলেই তো আর রেজাল্ট মিলবেনা। তারজন্য জানতে হবে সঠিক উপায়। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পদ্ধতি জানা থাকলে চুলের মত মুখেও চা মাখলে খিলখিলিয়ে উঠবে আপনার ত্বক। চায়ের নিত্যব্যবহারে দূর হবে বলিরেখার সমস্যা, ফিরে আসবে ত্বকের হারানো জেল্লা। চায়ে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটারির দৌলতে ত্বক হয়ে ওঠে সতেজ ও তরতাজা। তাহলে আর দেরি কেন? ঝটপট দেখে নিন চা ব্যবহারের পদ্ধতি।

 

প্রথমেই আসি ব্রণর কথায়। ব্রণ দূর করতে গ্রিন টি-র জুড়ি মেলা ভার। আপনার বাড়িতে যদি গ্রিন টি রয়েছে তাহলে তা বানিয়ে রেফ্রিজারেটরে রেখে দিন। খানিকক্ষণ রেফ্রিজারেট করার পর তা বাইরে বের করে নিন। এরপর সেটিকে মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন। এক সপ্তাহ ট্রাই করে দেখুন। পার্থক্য বুঝতে পারবেন নিজেই।

 

ত্বকে কালো ছোপ ছোপ দাগ। মূলত পিগমেন্টেশনের কারণে ত্বকের নানা জায়গায় কালো ছোপ ছোপ দাগ দেখা যায়। এই সমস্যাও দূর করে গ্রিন টি। সেক্ষেত্রে আপনাকে একটা প্যাক বানাতে হবে। উপকরণ হিসেবে লাগবে এক চামচ গ্রিন টি পাতা, ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ দুধ, ১ চিমটে হলুদ গুঁড়ো আর গোলাপ জল। মিশ্রণটি ভালো করে মিশিয়ে ১৫ মিনিটের জন্য মুখে লাগান। এরপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করুন এই ফেসপ্যাক আর নিজেই দেখুন ম্যাজিক।

 

ত্বককে নরম আর মসৃণ রাখতেও সাহায্য করে গ্রিন টি। এক্ষেত্রে গোলাপ জলের সঙ্গে গ্রিন টি মিশিয়ে নিতে হবে‌‌। রাতে ঘুমাতে যাওয়ার আগে টোনারের মত মুখে লাগিয়ে রাখুন। খানিকক্ষণ পর মুখ ধুয়ে ভালো কোনও ময়শ্চারাইজার লাগিয়ে নিন। ত্বক হবে তুলোর মত নরম আর মাখনের মত মসৃণ।

 

স্ক্রাবার হিসেবেও আপনি গ্রিন টি ব্যবহার করতে পারেন। আধা কাপ গ্রিন টির সাথে মিশিয়ে নিন মধু, টক দই। মিশ্রণটি ভালো করে মিশিয়ে তা মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট পর হালকা গরম জলে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করুন এই ম্যাজিক স্ক্রাবার। রেজাল্ট পাবেন হাতে নাতে। তবে মনে রাখবেন এইসব টোটকা কোনও ওষুধ বা চিকিৎসার অঙ্গ নয়। এর চেয়ে বিশদে জানতে চাইলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া আবশ্যক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version