।। প্রথম কলকাতা ।।
Lifestyle Hacks: রুপোর কিংবা অক্সিডাইজড গয়না পরতে ভালোবাসেন? কিন্তু সাধের এই গয়নাগুলো কালো হয়ে যাচ্ছে? ঘরোয়া উপায়ে সেই আগের রং ফিরিয়ে আনার কায়দা জানেন? আজ এমন কিছু হ্যাকস আপনাদের জানাবো যেগুলি ট্রাই করে দেখতে পারেন! শখের গয়না গুলির রং ফিরবে সেই আগেই মতোই। আমাদের মধ্যে অনেকেই রুপোর কিংবা অক্সিডাইজড গয়না পরতে ভালোবাসেন। আর এখন অবশ্য এই ধরণের গয়না ট্রেন্ডও বটে।
আলাদা আভিজাত্য এনে দেয় এই গয়নাগুলো। আর বর্তমান সময়ে এই ধরনের গয়নাগুলোর চাহিদা ভীষণ বেড়েছে। পার্টি হোক কিংবা অফিস, অথবা কলেজে বিভিন্ন ধরনের পোশাক, সে শাড়ি হোক বা চুড়িদার, সবের সঙ্গে দারুন মানিয়ে যায় এই গয়নাগুলো। কিন্তু সমস্যা একটাই, রুপোর গয়না এবং অক্সিডাইজড গয়না দুই খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। আর এই কারণে সমস্যায় পড়তে হয়। কারণ কালো গয়না তো আর পরা যায় না। দেখতে বিশ্রী লাগে কিন্তু এখন গয়নার রঙ কালো হয়ে গিয়েছে বলে, সেটা আর ফেলে দেবেন না। জেনে নিন কী করে সহজে এবং ঘরোয়া পদ্ধতিতে গয়নাগুলোর নতুনের সেই রং ফেরানো যায়।
- লেবু এবং নুন দারুন কাজে আসতে পারে। প্রথমে জল গরম করুন। এরপর গরম জলে একটু নুন এবং পাতিলেবুর রস মিশিয়ে দিন। এবার এই মিশ্রণের জলে আপনার সাধের গয়নাগুলোকে মিনিট পাঁচেকের জন্য ডুবিয়ে রাখুন। তারপর জল থেকে তুলে নিন। এরপর নরম কাপড় দিয়ে সেটা মুছে ফেললেই কেল্লাফতে।
- গয়নার রং ফেরাতে টমেটো কেচাপও দারুন কাজ দেয়। শুনতে অবাক লাগলেও একবার ট্রাই তো করে দেখুন। একটা বাটিতে টমেটো সস নিন। তারপর পেপার টাওয়েলে সেই কেচাপ লাগিয়ে সাধের রুপোর গয়নায় ভালো করে ঘষুন। তারপর মিনিট পনের কুড়ি রেখে ভালো করে ধুয়ে নিন।
- আরও একটি উপাদান হলো ভিনেগার। প্রথমে জল হালকা গরম করে নিন। তারপর তাতে আধ কাপ ভিনেগার এবং দুই চামচ বেকিং সোডা মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে তাতে রুপোর গয়নাগুলো ডুবিয়ে রাখুন। অন্তত দুই তিন ঘণ্টা ডুবিয়ে রাখবেন। তারপর তুলে ঠাণ্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তারপর দেখবেন কেমন চকচক করছে আপনার গয়না গুলি।
- আবার হালকা গরম জলে করে খানিকটা কাপড় কাচার সাবান দিয়ে দিন। তারপর সেই জলে মিনিট দশেক রুপির গয়নাগুলো ডুবিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে মুছে তুলে নিন। যদি আপনার গয়নার রং অল্প নষ্ট হয়। তাহলে এই পদ্ধতিটি কাজে আসবে।
- রং ফেরাতে কন্ডিশনারও দারুন কাজ দেয়। কন্ডিশনার নিন খানিকটা। তারপর সেটা দিয়ে ভালো করে আপনার রুপোর গয়নাগুলো ঘষে নিন। তারপর ভালো করে ধুয়ে মুছে তুলে নিন।
- আরেকটি পদ্ধতি হলো, একটা বা দুটো আলো সেদ্ধ করে নিন। তারপর ঐ সেদ্ধ করা জল ঠাণ্ডা হলে তার মধ্যে কালো হয়ে যাওয়া রুপোর গয়নাগুলো ডুবিয়ে দিন। আধ ঘণ্টা রেখে দেবেন। এরপর জল থেকে তুলে সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। দেখবেন কেমন কাজে দেয় এই টোটকাটি
এই উপায়গুলো দিয়ে রুপোর বা অক্সিডাইজড গয়না পরিষ্কার করেই দেখুন। কত সহজেই কালচে রঙ দূরে গিয়ে নতুনের মতো হয়ে যাবে। আর আপনাকে আপনার শখের গয়না গুলি ফেলে দিতে হবে না। নতুনের মতোই ব্যবহার করতে পারবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম