Prothom Kolkata

Popular Bangla News Website

হঠাৎ বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ৫০ জনের মৃত্যু

।।প্রথম কলকাতা।।

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ভূমিধসে অন্তত অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

রোববার (৪ এপ্রিল) সকাল থেকে সৃষ্ট ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতে ইন্দোনেশিয়ার চারটি জেলার বাঁধ উপচে বন্যার পানি প্রবাহিত হয়।

বিবিসি জানিয়েছে, এতে দেশটির পূর্বাঞ্চলে কয়েক ঘণ্টার মধ্যেই ১০ হাজারের বেশি বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যায়। গৃহহীন হয়ে পড়ে কয়েক লাখ বাসিন্দা।

বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে প্রায় অর্ধশত প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারের চলছে তৎপরতা। এদিকে ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে দেশটির প্রেসিডেন্টের বাসবভন।

ইন্দোনেশিয়ায় আগামী এক সপ্তাহ এমন বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহওয়া বিভাগ।

পিসি ডব্লিউ