Border-Gavaskar Trophy: নাগপুরে রবীন্দ্র জাদেজার অসাধারণ প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা

।। প্রথম কলকাতা ।।

 

প্রায় পাঁচ মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন করে নিজের জাত চেনালেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে প্রথম টেস্টে বোলিংয়ে আগুন ঝরালেন ভারতের এই তারকা অলরাউন্ডার। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচের প্রথম দিনেই পাঁচ উইকেট নিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করলেন জাদেজা। মধ্যাহ্নভোজের পর মার্নাস লাবুসচেনে এবং ম্যাট রেনশকে আউট কর অস্ট্রেলিয়ান মিডল অর্ডারের মাজা ভেঙে দেন তিনি। এর কিছুক্ষণ পরেই সেট ব্যাটার অভিজ্ঞ স্টিভ স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়া শিবিরে বড় আঘাত হানেন স্যার জাদেজা। ফিরিয়ে দেন পিটার হ্যান্ডকম ও টড মারফিকেও। জাদেজা ও অশ্বিনের দাপটে মাত্র ১৭৭ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। তিনটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

 

হাঁটুতে চোটের কারণে গত বছর এশিয়া কাপের মাঝপথে ছিটকে যান রবীন্দ্র জাদেজা। এরপর অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যান তিনি। হাঁটুতে সফল অস্ত্রোপচার হলেও প্রায় পাঁচ মাস মাঠের বাইরে কাটাতে হয় ভারতের এই তারকা অলরাউন্ডারকে। সম্প্রতি সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফি ম্যাচে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি। তামিলনাড়ুর বিরুদ্ধে সাত উইকেটও দখল করেছিলেন জাদেজা। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেও ফর্মের ধারা বজায় রাখলেন ভারতীয় অলরাউন্ডার।

 

জাদেজার এই অসাধারণ প্রত্যাবর্তনে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাদের আনন্দের প্রতিক্রিয়া দিয়েছেন।

Exit mobile version