Pratibha Patil: সামাজিক কাজ করতে গিয়ে জড়ান রাজনীতির সঙ্গে! ৮৭তম জন্মদিনের শুভেচ্ছা প্রতিভা পাটিলকে

।। প্রথম কলকাতা ।।

Pratibha Patil: মেয়েদের জন্য তিনি ইনস্পিরেশন। সমাজে নারীদের আগে এগিয়ে যাওয়ার জন্য তাঁর কাজ সাহস জোগায়। ভারতের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি তিনি। ২০০৭-এর ২৫ জুলাই ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন প্রতিভা দেবীসিংহ পাটিল (Prathibha Devingish Patil)। ১৯৩৪-এর আজকের দিনে মহারাষ্ট্রের ছোট শহর জালগাঁওয়ে জন্ম হয় তাঁর।

কলা ও আইন শাস্ত্রের উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে নিজের জন্মস্থানে একজন আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁদের পরিবারের কেউই রাজনীতির সঙ্গে জড়িত নন, শুধুমাত্র তিনি বাদে। উল্লেখ্য, সামাজিক কাজ করতে গিয়েই কংগ্রেসের (Congress) রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এর পর ১৯৬২-তে প্রথম মহারাষ্ট্র বিধানসভার সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ৭২-৭৮ পর্যন্ত রাজস্থান (Rajasthan) মন্ত্রিসভার সদস্য ছিলেন। ১৯৭৯ সালে কংগ্রেস বিধানসভার নির্বাচনে হেরে গেলে বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮৫ সালে উচ্চ রাজ্যসভার সদস্য এবং ১৯৯১-তে সাধারণ নির্বাচনে অমরাবতী কেন্দ্র থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন।

তবে রাজনৈতিক দায়-দায়িত্বের সঙ্গে সামাজিক কাজও করে বেরিয়েছেন প্রতিভা পাটিল। নয়া দিল্লি (Delhi) ও মুম্বইয়ে (Mumbai) কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল তৈরি করেছেন তিনি। জলগাঁওয়ে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। একইসঙ্গে সেখানে একটি চিনিকল ও মহিলাদের জন্য একটি সমবায় ব্যাঙ্কও তৈরি করে দিয়েছেন। এক কথায় রাজনীতির দায়-দায়িত্বের পাশাপাশি সমাজসেবার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন তিনি। আধুনিক কালের মেয়েরা যে সমস্ত রকমের দায়িত্ব সামলাতে পারে, তাই দেখিয়েছিলেন দ্বাদশতম রাষ্ট্রপতি। সমস্ত বাধা অতিক্রম করে তিনি এক দৃষ্টান্ত তৈরি করেছেন।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। অসংখ্য টুর্নামেন্টে অংশ নিয়েছেন এবং পেয়েছেন একাধিক শিরোপা। রাজনৈতিক কেরিয়ারে বহুবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১৯৮৫-তে বুলগেরিয়ায় (Bulgaria) কংগ্রেস প্রতিনিধি দলের সদস্য ছিলেন। অস্ট্রিয়ায় (Austria) মহিলাদের অবস্থা বিষয়ক সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। ১৯৯৫-তে চিনের বেজিংয়ে ‘বিশ্ব মহিলা সম্মেলন’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে তাঁকে।

২০০৭-এর ১৯ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দেশব্যাপী রাজ্য বিধানসভায় ভোটগ্রহণ হয়। ভোট গণনায় দেখা গিয়েছে ৬৫.৮২ শতাংশ ভোট পেয়েছেন প্রতিভা পাটিল। পার্লামেন্টে পেয়েছেন ৪৪২টি ভোট। রাজ্য বিধানসভা ও ইউনিয়ন এলাকাগুলো মিলিয়ে তাঁর ঝুলিতে গিয়েছে ২ হাজার ৪৮৯টি ভোট। সব মিলিয়ে ১০.৯৮ লাখ নির্বাচকমন্ডলীর ৬ লাখ ৩৮ হাজার ১১৬ ভোট গিয়েছে তাঁর ঝুলিতে। প্রতিপক্ষ তাঁর ধারের কাছে ঘেষতে পারেনি। ওই বছরের ২৫ জুলাই প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন প্রতিভা পাটিল। জন্মদিনের শুভেচ্ছা এই রাজনৈতিক ব্যক্তিত্বকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version