Prothom Kolkata

Popular Bangla News Website

‘এনকাউন্টার করা হবে, কেউ বাঁচাতে পারবে না ‘ধ্রুব সাহার, অস্বস্তিতে বিজেপি

।। প্রথম কলকাতা ।।

নানুরের বাসাপাড়ায় রবিবার বিজেপির রোড শো থেকে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাকে। তিনি এদিন বক্তব্য রাখার সময় বলেন, ‘এনকাউন্টার করা হবে, কেউ বাঁচাতে পারবে না’। আসলে দিন কয়েক আগেই নানুরের তৃণমূল নেতা শেখ আলম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোটকে তুলে ধরে মন্তব্য করেছিলেন ‘চার চারটি পাকিস্তান তৈরি হতে পারে।’

আর সেই মন্তব্যের পাল্টা এদিন রোড শো থেকে ধ্রুব সাহা হুঁশিয়ারি দিলেন, ” আপনারাও দুদিন পরে গলায় কাগজে লিখে ঘুরে বেড়াবেন, আমি পাকিস্তান বানাবো বলবো না। না হলে আপনাদের এনকাউন্টার করা হবে কেউ বাঁচাতে পারবে না।”

আর তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ” ভারতবর্ষে থেকে পাকিস্তান তৈরি করার কথা বলা হবে আর তাদের এনকাউন্টার করা হবে, নাকি ফুলের মালা পড়ানো হবে? তৃণমূলের শাসন ব্যবস্থায় পাকিস্তান হবে বলা যায় কিন্তু বিজেপির শাসন ব্যবস্থায় পাকিস্তান হবে বললে এনকাউন্টারই হবে। “