Tripura Assembly Election 2023: এগিয়ে আসছে নির্বাচন, ত্রিপুরায় আজ প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের

।। প্রথম কলকাতা।।

Tripura Assembly Election 2023: আগামী মাস অর্থাৎ ২০২৩ এর ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন ( Assembly Election) । এই আবহে আগেভাগেই বাম- কংগ্রেস জোট তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। আর শনিবার ত্রিপুরায় ( Tripura) তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে ,এমনটাই মিলেছে সূত্রের খবর। আগরতলা থেকে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। দলের তরফ থেকে প্রার্থী তালিকা ( Candidate List) প্রস্তুত করা হয়ে গিয়েছে । ইস্তেহার প্রকাশ করা হবে ফেব্রুয়ারির ২ তারিখে। সম্ভবত ইস্তেহার প্রকাশের দিন ত্রিপুরায় উপস্থিত থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা যায়, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কলকাতায় এসে এক দফা বৈঠক করেছেন । সেই বৈঠক থেকেই সকলের সম্মতিতে সিদ্ধান্ত হয় যে এবারের বিধানসভা নির্বাচনে ত্রিপুরার ৬০ আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। সেই অনুযায়ী প্রার্থীদের তালিকাও তৈরি করে ফেলা হয়েছে। তৃণমূল ৬০ আসনে প্রার্থী ঘোষণা করবে , এমনটা জানা গেলেও বাম কংগ্রেস জোট কিন্তু মোট ৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে। ইতিমধ্যেই উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে জোড় কদমে প্রচারের প্রস্তুতি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।

ত্রিপুরায় সুশাসন প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ তৃণমূল কংগ্রেস। এমনটাই দাবি করেন ত্রিপুরার তৃণমূলের রাজ্য সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস । নির্বাচন কমিশনের তরফ থেকে ত্রিপুরা , নাগাল্যান্ড এবং মেঘালয় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে থেকেই তৃণমূল কংগ্রেস প্রচার অভিযান শুরু করেছে। আবারও আগামী ৬ এবং ৭ তারিখ ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমুল সূত্রে খবর, ওইদিন প্রথমে ত্রিপুরেশ্বরী মন্দিরের পূজো দিতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তারপর ৭ তারিখে আগরতলা শহরে যে রোড শোয়ের আয়োজন করা হয়েছে সেখানেও অংশ নেবেন তাঁরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version