Eid ul-Fitr 2023 In India: সৌদি আরবে শক্রবার ঈদ, ভারতে কবে?

।। প্রথম কলকাতা ।।

Eid ul-Fitr 2023 In India: সৌদি আরবে ঈদ উদযাপিত হবে ২১ এপ্রিল। ২১শে এপ্রিল থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে চার দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এই চারদিন সৌদি আরবে স্কুল, কলেজ, অফিস সব ছুটি থাকবে। পবিত্র ঈদ উৎসব বলে কথা, সেখানে আনন্দের বিন্দু মাত্র খামতি থাকবে না। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে শুক্রবার খুশির ঈদ পালিত হলেও ভারত-বাংলাদেশে কবে ঈদ পালিত হবে এই নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ পালিত হয় তার পরের দিন ভারতে ঈদ পালিত হয়। সেই অনুযায়ী ভারতে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা শনিবার। কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঁদ। যদি বাংলাদেশের শুক্রবার চাঁদ দেখা না যায় তাহলে শনিবার ঈদ পালন হবে না অর্থাৎ বাংলাদেশে ঈদ পালিত হতে পারে রবিবার। সাধারণত দিল্লির জামা মসজিদ ভারতে কবে ঈদ পালিত হবে তা ঘোষণা করে। যদি শুক্রবার ভারতে চাঁদের দেখা মেলে তাহলে শনিবার ঈদ পালন করা হবে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হল নবম মাস। এই মাসে ধর্মপ্রাণ মুসলিমরা রোজা রেখে মাস শেষে খুশির ঈদ উৎসব পালন করে। ঈদ পালিত হয় রমজানের পর দশম মাস অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিন।

ঈদ-উল-ফিতরের উৎসব ইসলাম ধর্মাবলম্বীদের জন্য খুবই বিশেষ। রমজান মাসের শেষ দিনে চাঁদ দেখার পর এই উৎসব পালিত হয়। চাঁদ দেখার পরের দিন অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিনে ঈদ উদযাপিত হয়। এই উৎসব পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। এই দিনে মুসলমানরা একে অপরকে জড়িয়ে ধরে ঈদ মোবারক বলেন। প্রতি বছরের মতো এবছরও ঈদের তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে। ২১ তারিখে ভারতের ঈদের চাঁদ দেখা গেলে ২২ তারিখে ঈদ উদযাপিত হবে। আরব দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২১ এপ্রিল। ভারতে ঈদের চাঁদ দেখা যাবে ২১ এপ্রিল। তবে চাঁদ দেখা না গেলে ঈদের তারিখ বাড়ানো হবে। ভারতে ঈদ সাধারণত আরব দেশগুলোতে ঈদের একদিন পর উদযাপিত হয়। কারণ আরব দেশগুলোতে ঈদের চাঁদ একদিন আগে দেখা যায়। ২০ এপ্রিল সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে, তাই আরব দেশে ২১ এপ্রিল এবং ভারতে ২২ এপ্রিল ঈদ উদযাপিত হবে। এখন শুধু ভারতে চাঁদ দেখার অপেক্ষা।

ঈদুল ফিতর হল ভ্রাতৃত্বের সম্প্রীতির উৎসব, এই দিনে মুসলিম সম্প্রদায়ের লোকেরাএকে অপরকে জড়িয়ে ধরে ঈদ মোবারক বলে। এটা আল্লাহর শুকরিয়া আদায়ের দিন। মুসলিম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ৬২৪ খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ বদরের যুদ্ধে জয়ী হন। কথিত আছে, এই বিজয়ের আনন্দে তিনি ঈদুল ফিতর উদযাপন করে সবাইকে মিষ্টি মুখ করিয়েছিলেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version