Prothom Kolkata

Popular Bangla News Website

পাতার ফাঁকে শোভা পাচ্ছে বেগুন, গোড়ায় মিলছে আলুও! নাম তার ব্রিঞ্জালু!

1 min read

।। এইচ এম আবির ।।

বিচিত্র এক গাছ। পাতার গড়নের সাথে নেই কান্ডের মিল। শুধুই কি তাই? পাতার ফাঁকে শোভা পাচ্ছে বেগুন। এরই সাথে গাছের গোড়ায় মিলছে আলুও! গাছটিতে একই সঙ্গে আলু ও বেগুন, দুটোরই ফলন হচ্ছে! গাছটির নাম দেয়া হয়েছে ‘ ব্রিঞ্জালু’ বা ‘বেগুনালু’।

এর উদ্ভাবক ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি-আইইউবিএটি অধ্যাপক ড. এ এম ফারুকের নেতৃত্বে একদল কৃষি গবেষক।

তিনি জানান, সোলানেসি পরিবারের শীতকালীন বেগুনের চারা ও আলু গাছের জোড় কলমের মাধ্যমে তৈরি করা হয়েছে ‘ব্রিঞ্জালু’ নামের এ স্বতন্ত্র উদ্ভিদ!

তিনি আরও জানান, মাঠ পর্যায়ে কৃষকদের এভাবে কলম পদ্ধতিতে ফসল উৎপাদনের প্রশিক্ষণ দেওয়া গেলে তা কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সাহায্য করবে। আর ‘ব্রিঞ্জালু’ উৎপাদনের পুরো প্রক্রিয়াতেই প্রাকৃতিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়েছে। এ ছাড়া সেচসহ অন্যান্য কাজের ক্ষেত্রেও একই গাছ হওয়ায় একবারই খরচ হচ্ছে!

বিজ্ঞানীদের দাবি, চাষিদের সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিলে, উদ্ভাবিত এই নতুন উদ্ভিদের বাণিজ্যিকভাবে চাষ করে আলু ও বেগুনের আওতায় থাকা জমি কমানো সম্ভব।

এর আগে একই গাছে টমেটো ও আলু উৎপাদনে সফলতার মুখ দেখেছিল এ দলটি। সেটির নাম ছিল ‘টমালু’!