।। প্রথম কলকাতা ।।
Driving Licence: ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হতো যে কোন মানুষকে বারবার আরটিও অফিসে আসতে হতো। অনেকে আবার তাড়াতাড়ি কাজ করিয়ে নেবার জন্য মিডিলম্যানের (Middle Man) সাহায্য নিতেন। তাতে দালালরাজ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। এই মতো পরিস্থিতিতে ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) বের করার জন্য আরও সুবিধাজনক পদ্ধতি তৈরি করল রাজ্য পরিবহন দফতর। এবার ২৪ ঘণ্টার মধ্যে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)। মঙ্গলবার অর্থাৎ আজ গোটা রাজ্য জুড়ে এই নয়া পরিষেবার উদ্বোধন করতে চলেছেন তিনি।
এবার আরটিও অফিসে (RTO Office) দিনের পর দিন ঘোরার কোনো প্রয়োজন পড়বে না। কারণ বাড়িতে বসে অনলাইন মাধ্যমে লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। আর তারপর একটা নির্দিষ্ট দিনে পরীক্ষা দিলে তারপরের দিনই অনলাইন মাধ্যমেই পেয়ে যাওয়া যাবে লাইসেন্স। এত সহজে ড্রাইভিং লাইসেন্স বের করতে পারলে জনসাধারণের অনেক সুবিধাই হবে, এমনটাই মনে করছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তবে তার জন্য অবশ্যই সঠিক প্রক্রিয়া মেনে তারপর আবেদন করতে হবে এবং পরীক্ষা দিতে হবে।
কীভাবে মিলবে ২৪ ঘন্টায় ড্রাইভিং লাইসেন্স ?
সর্বপ্রথম আবেদনকারীদেরকে অনলাইনে (Online) লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। তারপর সেখান থেকে একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হবে। সেই দিন আবেদনকারীকে আসতে হবে আরটিও অফিসে। তাঁর স্থানীয় আরটিও অফিসের থিউরিটিক্যাল ও প্রাকটিক্যাল পরীক্ষা হবে। এরপর ছবি তোলা সহ আরও অন্যান্য যে সকল নিয়মগুলি রয়েছে সেগুলি পালন করা হবে। সবশেষে ২৪ ঘণ্টার মধ্যেই আবেদনকারীর মোবাইলে একটি এসএমএস আসবে। আর তারপর তিনি অনলাইন মাধ্যমে নিজের ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করে নিতে পারবেন। এবার সেটার প্রিন্ট আউট বের করে রাখলে আর বারবার আরটিও অফিসে ঘোরার প্রয়োজন পড়বে না।
এর ফলে একদিকে যেমন মানুষের সময় বাঁচবে তেমনি অন্যদিকে বাঁচবে টাকা। কারণ ড্রাইভিং লাইসেন্স বার করার ক্ষেত্রে আর কোনরকম মিডিলম্যানের প্রয়োজন পড়বে না। পরিবহন মন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, দু চাকা, চার চাকা এবং সব ধরনের গাড়িতেই লাইসেন্স বের করার জন্য এই একই নিয়ম মানতে হবে আবেদনকারীকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম