Rahul Dravid: দ্রাবিড়ীয় মগজাস্ত্রেই ভরসা বোর্ডের, মেয়াদ বাড়ল কতদিন? কত বেতন পাচ্ছেন রোহিতদের হেডস্যার?

।। প্রথম কলকাতা ।।

Rahul Dravid: যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলের কোচ হিসেবে মেয়াদ বেড়েছে রাহুল দ্রাবিড়ের। মিস্টার ডিপেন্ডেবলের পাশাপাশি মেয়াদ বাড়ানো হয়েছে অন্য সাপোর্ট স্টাফদেরও। ভারতের বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হতেই মাথাচাড়া দিয়েছিল একটি প্রশ্ন? রোহিতদের হেডস্যরের পদ থেকে কি বিদায় নিতে চলেছেন রাহুল দ্রাবিড়? এমনকী ভারতীয় দলের নতুন কোচের দৌড়ে উঠে এসেছিল একাধিক প্রাক্তনীর নামও। তবে শেষ পর্যন্ত দ্রাবিড়ীয় মগজাস্ত্রেই ভরসা রেখেছে বিসিসিআই। কিন্তু, দ্রাবিড়ের এই দ্বিতীয় ইনিংস কতটা দীর্ঘায়িত হবে, তা নিয়ে জল্পনা চলছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে।

বিসিসিআই সূত্রে জানা গেছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রাহুল দ্রাবিড়ের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে এর আগে ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকরের একটি বিবৃতি প্রকাশ্যে এসেছিল। তিনি জানিয়েছিলেন, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত রাহুলের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। যদিও এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। চুক্তির মেয়াদ বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে তাঁর বেতন? টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে মাসে কত টাকা পাচ্ছেন রাহুল দ্রাবিড়? জানতে চেয়েছেন অনেকেই। জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যমগুলির একাংশের দাবি রোহিতদের হেডস্যার হিসেবে মাসে ১২ কোটি পাচ্ছেন রাহুল দ্রাবিড়। অর্থাৎ মাসে তাঁকে এক কোটি টাকা করে বেতন দেবে বিসিসিআই। যদিও তাঁর স্যালারির বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ ফলের কারণে রবি শাস্ত্রীকে সরিয়ে কোচ করা হয় রাহুল দ্রাবিড়কে। তার আগে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের কোচ ছিলেন তিনি। প্রথমবার দায়িত্ব নেওয়ার সময় বোর্ডের সঙ্গে দুইবছরের চুক্তি হয়েছিল রাহুল দ্রাবিড়ের। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেই মেয়াদ শেষ হয়েছে। কোচ হিসেবে রেকর্ড মন্দ নয়। নিজের হাতে তৈরি করেছেন তরুণ ক্রিকেটারদের। তাদের শক্তি, দুর্বলতা সবটাই তাঁর হাতের তালুর মতো চেনা। দ্রাবিড়ের কোচিংয়েই টানা ১০ ম্যাচ জিতে ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। তাই বিসিসিআই এখনই দ্রাবিড়কে আলবিদা জানাতে চাইছিল না।

ভারতের হেড কোচ হিসেবে তাঁর একটাই আক্ষেপ রয়ে গিয়েছে যে তিনি কোনও আইসিসি খেতাব জিততে পারেননি। ২ বছরের মেয়াদে দ্রাবিড়ের সামনে তিনবার আইসিসি খেতাব জয়ের সুযোগ এসেছিল। এখন দেখার দ্রাবিড় তাঁর দ্বিতীয় ইনিংসে ভারতকে কোন আইসিসি ট্রফি জেতাতে পারেন কিনা! আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন মিস্টার ডিপেন্ডেবল। তবে টি-টোয়েন্টি সিরিজে দ্রাবিড়ের অনুপস্থিতিতে দায়িত্ব পেতে পারেন ভিভিএস লক্ষণ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version