Prothom Kolkata

Popular Bangla News Website

একদম রঙিন ফুল দেবেন না মহাদেবকে

।। শর্মিলা মিত্র ।।

সকল দেবতাদের দেব হলেন দেবাদিদেব মহাদেব। আর সোমবার হল মহাদেবের বার। তাই, সোমবার মহাদেবের আরাধনায় আশাতীত ফল পাওয়া যায় বলে মনে করেন বাবার ভক্তরা। কথায় বলে মহাদেব অল্পেই সন্তুষ্ট হন৷ শুধু ভক্তি ভরে অর্পণ করতে হয় মহাদেবকে।

রঙিন ফুল পছন্দ করেন না দেবাদিদেব। আকন্দ, ধুতরো ফুলেই সন্তুষ্ট থাকেন তিনি বলে মনে করেন তাঁর ভক্তরা। কিন্তু জানেন কী বাবার সবচেয়ে প্রিয় ফুল কোনটি ? কোন ফুলে তুষ্ট হন মহাদেব।

আরো পড়ুন : জগদ্ধাত্রী পুজোর প্রচলনের কাহিনী

শিবের সবচেয়ে প্রিয় ফুল হল বেলগাছের ফুল। ভুল করে এই ফুলকে সুগন্ধী বেল ফুলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না৷ এই ফুল হল বেলগাছের ফুল৷ যা বেশ দুর্লভও বটে। অনেকেই জানেন না যে, মহাদেবের এই মাসে শ্রবণী সোমবারের ব্রত করার সময় এই ফুলটি মহাদেবকে অবশ্যই অর্পণ করা উচিত।

জানা যায়, এই ফুল অর্পণের মাহাত্ম্য অনেক৷ সারা জীবন কঠোর তপস্যায় যা ফল লাভ হয়, একটি বেলফুলে তার সমতুল্য পুণ্য অর্জন করা সম্ভব বলে মনে করেন অনেকেই।

আবার, এও মনে করা হয় যে, কেউ যদি সারা জীবনে একবারও এই ফুল মহাদেবের পায়ে অর্পণ করে থাকেন, তাহলে দেহান্তে তাঁর শিবলোক প্রাপ্তি হয়৷