Ways to Maintain Silver Jewellery: রুপোর গয়না হারিয়েছে জেল্লা ! দোকানে নয় পালিশ করুন বাড়িতেই

।। প্রথম কলকাতা ।।

Ways to Maintain Silver Jewellery: গয়না মানেই কিন্তু সোনা নয়। রুপোর গয়না অনেকের পছন্দের তালিকাতে রয়েছে। এখন যেভাবে সাজসজ্জার মান ক্রমশ পরিবর্তিত হচ্ছে তাতে গোল্ডেন গয়নার বদলে সিলভার গয়নার (Silver Jewellery) চল বেশ বেড়েছে। আর তাই অনেকেই বাড়িতে থাকা পুরনো রুপোর গয়নাগুলিকে বাক্সবন্দী দশা থেকে মুক্তি দিয়েছেন। কিন্তু গয়না বাইরে বার করতেই দেখা গেল রুপোর গয়নার ঔজ্জ্বল্য মলিন হয়ে গিয়েছে। একে তো রুপোর গয়না তেমন চকচকে হয় না তার উপরে দীর্ঘদিন ব্যবহার না করায় সেটা বন্ধ জায়গায় থেকে থেকে বেহাল হয়ে গিয়েছে।

এবার এই রুপোর গয়নাগুলিকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য নিয়ে যেতে হবে দোকানে, করাতে হবে পালিশ। কিন্তু বিষয়টা বেশ সময় সাপেক্ষ নয় কি? অনেকেরই হয়তো অজানা যে রুপোর গয়না শুধুমাত্র দোকানে নয় বাড়িতেও পালিশ করা যাবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে। যা আপনার সময় এবং অর্থ দুটোকেই বাঁচাবে। চলুন দেখে নেওয়া যাক কী কী ভাবে নিজের রুপোর গয়নার রূপ ধরে রাখতে পারবেন আপনি।

রুপোর গয়নার যত্নে বদলান জায়গা :

সাধারণত আমরা গয়না রাখি কাপড়ের বটুয়া কিংবা চেন দেওয়া ব্যাগে । তবে রুপোর গয়না কখনই কাপড়ের ব্যাগ কিংবা চেন দেওয়া ব্যাগে রাখা উচিত নয়। দীর্ঘদিন পর্যন্ত গয়নাগুলিকে ভালো রাখার জন্য কাঠের বাক্স (Wooden Box) নিয়ে আসুন। কিছুটা বড় মাপের কাঠের বাক্স পাওয়া গেলে তাতে গয়নাগুলির খুব ভালোভাবে রাখা যাবে। তবে খেয়াল রাখবেন যাতে রুপোর গয়না সরাসরি হাওয়ার সংস্পর্শে না আসে। তাহলে কিন্তু তাতে কালো ছোপ দাগ চলে আসতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version