।। প্রথম কলকাতা ।।
Ways to Maintain Silver Jewellery: গয়না মানেই কিন্তু সোনা নয়। রুপোর গয়না অনেকের পছন্দের তালিকাতে রয়েছে। এখন যেভাবে সাজসজ্জার মান ক্রমশ পরিবর্তিত হচ্ছে তাতে গোল্ডেন গয়নার বদলে সিলভার গয়নার (Silver Jewellery) চল বেশ বেড়েছে। আর তাই অনেকেই বাড়িতে থাকা পুরনো রুপোর গয়নাগুলিকে বাক্সবন্দী দশা থেকে মুক্তি দিয়েছেন। কিন্তু গয়না বাইরে বার করতেই দেখা গেল রুপোর গয়নার ঔজ্জ্বল্য মলিন হয়ে গিয়েছে। একে তো রুপোর গয়না তেমন চকচকে হয় না তার উপরে দীর্ঘদিন ব্যবহার না করায় সেটা বন্ধ জায়গায় থেকে থেকে বেহাল হয়ে গিয়েছে।
এবার এই রুপোর গয়নাগুলিকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য নিয়ে যেতে হবে দোকানে, করাতে হবে পালিশ। কিন্তু বিষয়টা বেশ সময় সাপেক্ষ নয় কি? অনেকেরই হয়তো অজানা যে রুপোর গয়না শুধুমাত্র দোকানে নয় বাড়িতেও পালিশ করা যাবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে। যা আপনার সময় এবং অর্থ দুটোকেই বাঁচাবে। চলুন দেখে নেওয়া যাক কী কী ভাবে নিজের রুপোর গয়নার রূপ ধরে রাখতে পারবেন আপনি।
- বাড়িতে রুপোর গয়না, পরিষ্কার করার একটা দারুন উপায় হল ভিনিগার (Vinegar)। রান্নাঘরে প্রত্যেকেরই ভিনিগার থেকেই থাকে। রান্না করার ক্ষেত্রে ভিনিগার যেমন ভীষণভাবে কাজে লাগে তেমন গয়না পরিষ্কার করতে ভিনিগারের বিকল্প খোঁজা মুশকিল। রুপোর গয়না ভিনিগার দিয়ে পরিষ্কার করতে গেলে আপনাকে হালকা গরম জলে দুই টেবিল চামচ মত বেকিং সোডা (Baking Soda) আর আধা কাপ মত সাদা ভিনিগার মিশিয়ে নিতে হবে। আর তারপর আপনার গয়নাগুলি দু-তিন ঘন্টা ওই মিশ্রণে ভিজিয়ে রাখুন। নির্দিষ্ট সময় পরে গয়নাগুলিকে তুলে নিয়ে ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে ফেলুন। জৌলুস ফিরে পাবে রুপোর গয়নাগুলি।
- অনেকে রুপোর গয়না পরিষ্কার করার জন্য তরল বাজারজাত সামগ্রী ব্যবহার করেন। তা ব্যবহার করা এমন কিছু ভুল নয় কিন্তু ওই তরল ব্যবহার করার সঠিক পদ্ধতি জানা জরুরী। অনেকেই রাসায়নিক দ্রব্য মিশ্রিত ওই তরলে গয়নাগুলিকে দীর্ঘক্ষণ ভিজিয়ে রেখে দেন। তাতে আপনার গয়নায় ক্ষয় দেখা দিতে পারে। এই কারণে গয়না তরলের মধ্যে না ভিজিয়ে ব্রাশটিকে তরলে ভিজিয়ে নিন। আর তারপর গয়নার উপরে ঘষে দিন। ব্রাশের বদলে হালকা সুতির কাপড়ে ওই তরলটি নিয়েও গয়না ঘষতে পারেন। এতেও পরিষ্কার হয়ে যায় রুপোর গয়না।
- টুথপেস্ট (Toothpaste) কি শুধু দাঁত মাজতেই কাজে লাগে ? আজকের প্রতিবেদনে টুথপেস্টের আরও এক ব্যবহার সম্পর্কে তথ্য রইল। রুপোর কালো ছোপওয়ালা গয়না পরিষ্কার করার জন্য নরম ব্রাশের টুথপেস্ট লাগান। আর তারপর তা ঘষে নিন। গয়নার গায়ে লাগিয়ে দিয়ে মিনিট দশেক মতো ওইভাবেই রেখে দিন । এরপর পাতলা সুতির কাপড় নিয়ে ঘষে মুছে দিন । দাগ উঠে যাবে খুব সহজে।
- শুধুমাত্র বেকিং সোডা দিয়েও রুপোর গয়না পরিষ্কার করা সম্ভব। বেকিং সোডার মধ্যে সামান্য জল মিশিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করুন। আর সেই পেস্টটিকে রুপোর গয়নার গায়ে বেশ খানিকক্ষণ লাগিয়ে রেখে দিন। তারপর ঘষে মুছে ফেলুন কিংবা ধুয়ে ফেলুন।
রুপোর গয়নার যত্নে বদলান জায়গা :
সাধারণত আমরা গয়না রাখি কাপড়ের বটুয়া কিংবা চেন দেওয়া ব্যাগে । তবে রুপোর গয়না কখনই কাপড়ের ব্যাগ কিংবা চেন দেওয়া ব্যাগে রাখা উচিত নয়। দীর্ঘদিন পর্যন্ত গয়নাগুলিকে ভালো রাখার জন্য কাঠের বাক্স (Wooden Box) নিয়ে আসুন। কিছুটা বড় মাপের কাঠের বাক্স পাওয়া গেলে তাতে গয়নাগুলির খুব ভালোভাবে রাখা যাবে। তবে খেয়াল রাখবেন যাতে রুপোর গয়না সরাসরি হাওয়ার সংস্পর্শে না আসে। তাহলে কিন্তু তাতে কালো ছোপ দাগ চলে আসতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম