২০১৯ সালের ৬ই জানুয়ারি ময়না থানার পুলিশের দেওয়া একটি মামলায় আজ তমলুক মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন দিলীপ ঘোষ। এরপর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরীর এজলাসে জামিন নেওয়ার জন্য যান তিনি।২০১৯সালের ৬ই জানুয়ারি ময়না বিডিও অফিসের সামনে বিনা অনুমতিতে বিজেপি জনসভা করে। তার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সরকারি আইন অমান্য করার জন্য ১৪৩, ১৮৮, ৫০৬ ধারায় এবং ipc 34/A ধারায় দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা করে পুলিশ।তৎকালীন সেই মামলাতে ব্যক্তিগত বন্ড-এ সই করে জামিন পেলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।